উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | গল্প- "ভাত" | HS Bengali Bath Questions Answers

 

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | গল্প- "ভাত" | HS Bengali Bath Questions Answers
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | গল্প- "ভাত" | HS Bengali Bath Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | গল্প- "ভাত" | HS Bengali Bath Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | গল্প- "ভাত" | HS Bengali Bath Questions Answers ।




উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | গল্প- "ভাত" | HS Bengali Bath Questions Answers              

■ বিকল্পধর্মী প্রশ্নোত্তর:: [ মান ১ ]


1. উচ্ছব বাসিনীর গাঁ সম্পর্কটি কী ছিল?


(ক) দাদা (খ) কাকা (গ) বানাই (ঘ) বেহাই


উত্তর:- (ক) দাদা


2. গ্রামের প্রাম্পের জন্যে সবসময় কাকে ডাকা হতো?


(ক) উচ্ছবকে ডাকা হতো (খ) অগ্রদানীকে ডাকা হতো (গ) পণ্ডিতকে ডাকা হতো (ঘ) মহানাম শতপথিকে ডাকা হতো


উত্তর:- (ঘ) মহানাম শতপথিকে


3. “এ পিচাশের বাড়ি কেমন তা ঝাননি দাদা”– এখানে কাকে ‘দাদা' বলা হয়েছে?


(ক) ডাক্তারকে (খ) ভজনকে (গ) তান্ত্রিককে (ঘ) উচ্ছবকে


উত্তর:- (ঘ) উচ্ছবকে


4. উচ্ছবের পরনে কী ছিল?


(ক) প্যান্ট ছিল (খ) লুঙ্গি ছিল (গ) ছেঁড়া কানি ছিল (ঘ) কাপড় ছিল


উত্তর:- (খ) লুঙ্গি


5. কার চাহনি বাড়ির বড়ো বউয়ের ভালো লাগেনি?


(ক) উচ্ছবের চাহনি (খ) নার্সের চাহনি (গ) তান্ত্রিকের চাহনি (ঘ) শ্বশুরের চাহনি


উত্তর:- (ক) উচ্ছবের চাহনি


6. ‘ভাত’ গল্পে কার বিবাহ হয়নি?


(ক) উচ্ছবের বিবাহ হয়নি (খ) উচ্ছবের বিবাহ হয়নি (গ) ছোটো ছেলের বিবাহ হয়নি (ঘ) পিসিমার বিবাহ হয়নি


উত্তর:- (ঘ) পিসিমার বিবাহ হয়নি।


7. “ডাক্তার বলে দিয়েছে বলেই যজ্ঞি-হোম হচ্ছে” ডাক্তার কী বলে দিয়েছিল?


(ক) যজ্ঞ করতে বলে দিয়েছিল (খ) চন্দ্রায়ণ করতে বলে দিয়েছিল (গ) তান্ত্রিক ডাকতে বলে দিয়েছিল (ঘ) মৃত্যু আসন্ন বলে দিয়েছিল


উত্তর:- (ঘ) মৃত্যু আসন্ন বলে দিয়েছিল


8. ‘কনকপানি’ চালের ভাত খেত কে?


(ক) বড়োবাবু খেত (খ) মেজোবাবু খেত (গ) ছোটোবাবু খেত (ঘ) পিসিমা খেত


উত্তর:- (ক) বড়োবাবু খেত


9. ট্রেন ধরে উচ্ছব প্রথমে কোন স্থানে যাবে ভেবেছিল?


(ক) দেশে যাবে (খ) কালীঘাটে যাবে (গ) গাঁয়ে যাবে (ঘ) ক্যানিং-এ যাবে


উত্তর:- (ঘ) ক্যানিং-এ যাবে


10. “এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি।” এর কারণ কী ছিল?


(ক) তারা ঘরজামাই হয়ে থাকে (খ) তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না (গ) তারা অসুস্থ ছিল (ঘ) তারা বাড়ির কাজে ব্যস্ত থাকত।


উত্তর:- (খ) তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না


11. কর্তার মৃত্যু হওয়ার পর পিসিমা তান্ত্রিককে কী অপবাদ দিয়েছিলেন?


(ক) পিশাচের (খ) ভণ্ড সন্ন্যাসীর (গ) ডাকাতের সন্ন্যাসীর (ঘ) যজ্ঞের


উত্তর:- (গ) ডাকাতের সন্ন্যাসীর


12. “উনি আমার পতি দেবতা”– উনিটা কে ছিলেন?


(ক) বাবু ছিলেন (খ) শিবঠাকুর ছিলেন (গ) বামুন ছিলেন (ঘ) উচ্ছব ছিলেন


উত্তর:- (খ) শিবঠাকুর


13. শ্বশুর খেতে আসার কতক্ষণ আগে বড়ো বউকে রুটি-লুচি করে দিতে হতো?


(ক) পাঁচ মিনিট আগে (খ) দশ মিনিট আগে (গ) দুমিনিট আগে (ঘ) এক ঘন্টা আগে


উত্তর:- (ক) পাঁচ মিনিট


14. ছোটোবাবু কোন চালের ভাত খেতেন?


(ক) কনকপানি চালের (খ) ঝিডেশাল চালের (গ) রামশাল চালের (ঘ) পদ্মাজালি চালের


উত্তর:- (ঘ) পদ্মাজালি


■ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:: [মান- ১]


1. 'ভাত' গল্পে তান্ত্রিকের হোম-যজ্ঞ প্রস্তুতির বর্ণনা দাও।


উত্তর:- পাঁচ প্রকার গাছের কাঠ— প্রতিটা প্রায় আধমণ করে। কালো বিড়ালের লোম, শ্মশান থেকে আনা বালি, বেশ্যার ঘর থেকে আনতে হবে হাত-আর্শি।


2. “চোখ ঠিকরে আসে তার কী দেখে, কার চোখ ঠিকরে যায়?


উত্তর:- পাঁচ রকমের চাল দেখে উচ্ছবের চোখ ঠিকরে যায়।


3. “লোকটার চাহনি বড়ো বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভাল লাগেনি”– বড়ো বউয়ের ভালো না লাগার কারণ কী ছিল?


উত্তর:- লোকটার চোখের চাহনি খুব উগ্র ছিল বলে বড়ো বাড়ির বড়ো বউয়ের ভালো লাগেনি।


4. “তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা” কথাটি কে কাকে বলেছেন এবং উভয়ের মধ্যে সম্পর্ক কী?


উত্তর:- কথাটি যিনি যাকে বলেছেন উভয়ের মধ্যে পিসিশাশুড়ির ও ভাইপো-বৌ সম্পর্ক ছিল।


5. “শ্বশরের ঘরে নার্স” নার্স কাকে বলা হয়?


উত্তর:- বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত রোগীর সেবিকাকে নার্স বলা হয়।


6. “বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি”– আহিংকে’ শব্দের অর্থ লেখো?


উত্তর:- এখানে 'আহিংকে’ শব্দের অর্থ হলো ‘আকাঙ্ক্ষা'।


7. উচ্ছবকে জেলখানায় কেন নিয়ে গিয়েছিল?


উত্তর:- উচ্ছব ভাত খাওয়ার তারে বড়ো বাড়িতে রান্না হওয়া ভাতসুদ্ধ পিতলের ডেকচি নিয়ে স্টেশনে চলে গিয়েছিল। তাতে লোকেরা উচ্ছবকে চুরির অপবাদ দিয়ে জেলে নিয়ে গিয়েছিল।


8. “তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে।” ছেলেগুলি কোন কারণে অস্বস্তিতে পড়ে গিয়েছিল?


উত্তর:- ঝড়ে-জলে উচ্ছবের সর্বনাশ হয়ে গিয়েছে, তার কাছের মানুষরাও জলে ভেসে গেছে, সেজন্যই সে কাঁদছে। কান্নার এই কারণ শুনে তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে।


9. “তোমরা রা কাড়না ক্যান”– কে, কাদের উদ্দেশ্য করে এই কথা বলেছিল?


উত্তর:- আলোচ্য কথাটি উচ্ছব তার স্ত্রী-সন্তানদের উদ্দেশ্য করে এই কথা বলেছিল।


10. “গরিবের গতর এরা শস্তা দেখে”- কে, কাকে, কাদের প্রসঙ্গে এই কথাটি ব্যক্ত করেছিল?


উত্তর:- মহাশ্বেতা দেবীর ভাত’ গল্পের বাসিনী উচ্ছবকে বড়ো বাড়ির মানুষজনদের সম্বন্ধে এই কথাটি ব্যক্ত করেছিল।


11. “তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হত”- গল্পে কার জন্যে, কে শরবত করে দিত?


উত্তর:- ‘ভাত’ ছোটোগল্পে বড়ো বাড়ির বড়ো বউ শ্বশুরমশাইয়ের জন্য শরবত করে দিত।

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Post a Comment

Previous Post Next Post