1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | 1000+ All Exam GK Important Questions Answers PDF

 

1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | 1000+ All Exam GK Important Questions Answers PDF
1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | 1000+ All Exam GK Important Questions Answers PDF 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | 1000+ All Exam GK Important Questions Answers PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | 1000+ All Exam GK Important Questions Answers PDF



1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | 1000+ All Exam GK Important Questions Answers PDF 


1. আকাশবাণী নামটি কে দিয়েছিল?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

2. কোন সরীসৃপ প্রাণী উড়তে পারে?

উত্তরঃ ড্রাকে ভোলানার্স


3. ‘ভারতবর্ষ’ কথাটি প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়?

উত্তরঃ ঋকবেদ

4. ভারতের প্রথম নির্বাচন কমিশনার পদে কে নিয়োজিত হয়েছিলেন?

উত্তরঃ সুকুমার সেন

5. অন্ধ মানুষদের পড়ানোর পদ্ধতিটি কে আবিষ্কার করেন?

উত্তরঃ লুইস ব্রেইল পদ্ধতি

6. ক্রিকেট খেলার ব্যাট তৈরি করা হয় কোন কাঠ দিয়ে?

উত্তরঃ উইলো কাঠ দিয়ে

7. কোন সাপ চলার সময় ঝুম ঝুম শব্দ হতে থাকে?

উত্তরঃ দঃ আমেরিকার রাটেল স্নেক

8. লিখে পরীক্ষা দেওয়ার নীতি কত খ্রীস্টাব্দ থেকে চালু হয়?

উত্তরঃ ১৭০২ খ্রীস্টাব্দে

9. “সারে জাঁহা সে আচ্ছা” গানটি কে লেখেন?

উত্তরঃ মহম্মদ ইকবাল

10. টুথব্রাশের আবিষ্কারক কে ছিলেন?

উত্তরঃ উইলিয়াম অ্যাডিস।


11. কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পুরষ্কার পান?

উত্তরঃ ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ

12. আধুনিক প্রবাবিলিটি তত্ত্বের জনক কাকে বলা হয়?

উত্তরঃ ব্লেইজ প্যাসকাল

13. ২০০৯ সালে সমাজসেবার জন্যে কোন ভারতীয় ‘র‍্যামন ম্যাগসেসে’ পুরস্কার পেয়েছিলেন?

উত্তরঃ দীপ যোশি

14. বিশ্ব খাদ্য দিবস কোন দিনটিতে পালিত হয়ে থাকে?

উত্তরঃ ১৬ অক্টোবর

15. জাতীয় কংগ্রেসে প্রথম মুসলিম সভাপতি হিসেবে কে নিয়োজিত হয়েছিলেন?

উত্তরঃ বদরুদ্দিন তায়েবজি

16. ISRO কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ ১৯৬৯ সালে

17. কোন চলচ্চিত্র অভিনেত্রী প্রথম পদ্মশ্রী সম্মান পান?

উত্তরঃ নার্গিস দত্ত

18. কে প্রতিষ্ঠা করেছিলেন "ভারতসভা"?

উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

19. ভারতের প্রথম "জাতীয় সম্রাট" হিসাবে চিহ্নিত করা হয় কোন সম্রাটকে?

উত্তরঃ আকবর

20. কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম ডাকটিকিটের প্রবর্তন হয়েছিল?

উত্তরঃ লর্ড ডালহৌসি।


PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন


File Details:-

File Name:-  All Exam GK Important Questions Answers PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download

Previous Post Next Post