সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 9th November 2025 Current Affairs in Bengali Quiz | 9th নভেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 9th November 2025 Current Affairs in Bengali Quiz | 9th নভেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
9th November 2025 Current Affairs in Bengali Quiz | 9th নভেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথায় আর্মি স্পোর্টস কনক্লেভ ২০২৫ আয়োজন করেছিল?
উত্তর:- নয়াদিল্লি
2. সম্প্রতি কোন ভারতীয় শহরকে ইউনেস্কোর সৃজনশীল গ্যাস্ট্রোনমির শহর হিসেবে ঘোষণা করা হয়েছে?
উত্তর:- লখনউ
3. সম্প্রতি কোন সংস্থা "Vayu Samanvay-II" সফলভাবে ড্রোন-বিরোধী মহড়া পরিচালনা করেছে?
উত্তর:- ভারতীয় সেনাবাহিনী
4. ICA ওয়ার্ল্ড কোঅপারেটিভ মনিটর ২০২৫ -এ কোন ভারতীয় সমবায় সংস্থা শীর্ষস্থান অর্জন করেছে?
উত্তর:- আমুল (GCMMF)
5. পেনশনভোগীদের জন্য ডোরস্টেপ ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) পরিষেবা প্রদানের জন্য কোন সংস্থা EPFO -এর সাথে অংশীদারিত্ব করেছে?
উত্তর:- ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক (IPPB)
6. দক্ষিণ এশিয়ার মধ্যে কোন দেশ প্রথম জাতিসংঘের জল সম্মেলনে যোগদান করেছে?
উত্তর:- বাংলাদেশ
7. সম্প্রতি আয়ারল্যান্ডের দশম রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- ক্যাথেরিন কনলি
8. ওলো উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায়?
উত্তর:- অরুণাচল প্রদেশ
9. ২০২৫ সালের এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (APEC) শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি?
উত্তর:- দক্ষিণ কোরিয়া
10. 2025 সালের মহাসাগর আকাশ অনুশীলনে অংশগ্রহণকারী প্রথম নন-ন্যাটো দেশ কোনটি?
উত্তর:- ভারত।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর
