সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WBCS জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | WBCS General Knowledge Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | WBCS General Knowledge Questions Answers।
WBCS জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | WBCS General Knowledge Questions Answers
1. ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল কত সালে?
উত্তর:- ১৭৭০ সালে
2. দাক্ষিণাত্যের ক্ষত হয়েছিল কার আমলে?
উত্তর:- ঔরঙ্গজেবের আমলে
3. রঙ্গিলা খান কে কি বলা হয়ে থাকে?
উত্তর:- দ্বিতীয় আকবর
4. পুষ্যভৃতি রাজাদের রাজধানী কোথায় ছিল?
উত্তর:- থানেশ্বর
5. পরমেশ্বর পরমভট্টরক মহারাজাধিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন?
উত্তর:- ধর্মপাল ও দেবপাল দুজনেই
6. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তর:- অপরাজিত বর্মন
7. আরবরা সিন্ধু বিজয় করেছিল কত সালে?
উত্তর:- ৭১২ সালে
8. ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা ছিল?
উত্তর:- তুর্কি
9. তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে?
উত্তর:- ১১৯১ সালে
10. মিতাক্ষরা আইন কে রচনা করেছিলেন?
উত্তর:- বিজ্ঞানেশ্বর
11. অদ্ভুত সাগর কে রচনা করেছিলেন?
উত্তর:- বল্লাল সেন
12. ধীমান কে ছিলেন?
উত্তর:- পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী
13. গঙ্গোইকোন্ড উপাধি কে গ্রহণ করেছিলেন?
উত্তর:- প্রথম রাজেন্দ্র চোল
14. তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় কত সালে?
উত্তর:- ১১৯২ সালে
15. মলেমিন্টো সংস্কার আইন হয় কত সালে?
উত্তর:- ১৯০১ সালে
16. নাগানন্দ কে রচনা করেন?
উত্তর:- হর্ষবর্ধন
17. মালবিকাগ্নিমিত্রম কে রচনা করেন?
উত্তর:- কালিদাস
18. মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?
উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF
