RRB Group D জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | RRB Group D Important Questions Answers

RRB Group D জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | RRB Group D Important Questions Answers
RRB Group D জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | RRB Group D Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি RRB Group D জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | RRB Group D Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে RRB Group D জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | RRB Group D Important Questions Answers।




RRB Group D জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | RRB Group D Important Questions Answers

১. গান্ধী বুড়ি কাকে বলা হয়ে থাকে?

উত্তর:- মাতঙ্গিনী হাজরা

২. সলবাইয়ের সন্ধি কত সালে হয়েছিল?

উত্তর:- ১৭৮২ সালে

৩. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন?

উত্তর:- ডাফরিন


৪. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন কোন বৃক্ষের নিচে?

উত্তর:- অশ্বত্থ

৫. কবিরের ভক্তিমূলক গান গুলিকে কি বলে?

উত্তর:- দোঁহা

৬. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয়েছিল কোন আইনের দ্বারা?

উত্তর:- মলেমিন্টো

৭. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল?

উত্তর:- ফার্সি


৮. অতীশ দীপঙ্কর কে ছিলেন?

উত্তর:- বৌদ্ধ পণ্ডিত

৯. জামা মসজিদ কে নির্মান করেছিলেন?

উত্তর:- শাহজাহান

১০. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিল?

উত্তর:- কৃষ্ণকুমার মিত্র

১১. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী কে?

উত্তর:- ঔরঙ্গজেব

১২. কোন রাজার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন?

উত্তর:- শিবাজী

১৩. স্যার টমাস রো কার আমলে ভারতে এসেছিলেন?

উত্তর:- জাহাঙ্গীরের আমলে


১৪. মালিক কাফুর কে ছিলেন?

উত্তর:- আলাউদ্দিন খলজির সেনাপতি

১৫. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- হরিহর

১৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- খিজির খান

১৭. ভারত সভা কত সালে স্থাপিত হয়েছিল?

উত্তর:- ১৮৭৬ সালে

১৮. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন?

উত্তর:- অরবিন্দ ঘোষ

১৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিল?

উত্তর:- ব্রহ্মবান্ধব উপাধ্যায়

২০. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর:- ১৭৬৪ সালে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Post a Comment

Previous Post Next Post