21st ডিসেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | 21st December 2025 Current Affairs in Bengali Quiz

21st ডিসেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | 21st December 2025 Current Affairs in Bengali Quiz
21st ডিসেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | 21st December 2025 Current Affairs in Bengali Quiz

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 21st ডিসেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | 21st December 2025 Current Affairs in Bengali Quiz . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st ডিসেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | 21st December 2025 Current Affairs in Bengali Quiz।



21st ডিসেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | 21st December 2025 Current Affairs in Bengali Quiz

1. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন দেশে সন্ত্রাসী হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন?

উত্তর:- অস্ট্রেলিয়া।

2. বন্দে মাতরম গানটি কার লেখা, যেটির ১৫০ বছর পূর্তি উপলক্ষে বর্তমানে সংসদে আলোচনা চলছে?

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


3. ভারতের বর্তমান প্রধান বিচারপতি (CJI) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- বিচারপতি সঞ্জীব খান্না।

4. ২০২৫ সালের ডিসেম্বর মাসে ভারতের নতুন নৌসেনা প্রধান (Chief of the Naval Staff) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী (বর্তমান দায়িত্বপ্রাপ্ত)।


5. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রী যুব শক্তি যোজনা’ (Chief Minister Youth Power Scheme) ২০২৫ লঞ্চ করেছে?

উত্তর:- বিহার সরকার।

6. সম্প্রতি প্রকাশিত ২০২৫ সালের গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্সে (Global Climate Risk Index) ভারতের স্থান কত?

উত্তর:- সপ্তম (৭ম)।

7. সম্প্রতি ভারতের কোন রাজ্যে বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে?

উত্তর:- গুজরাট (খাওড়া জেলা)।


8. সম্প্রতি কোন ভারতীয় টেনিস তারকা আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নিয়েছেন?

উত্তর:- রোহন বোপান্না

9. সম্প্রতি অনুষ্ঠিত ২০২৫ সালের ‘বুকর প্রাইজ’ (Booker Prize) কে জিতেছেন?

উত্তর:- সামান্থা হার্ভে (‘Orbital’ উপন্যাস-এর জন্য)।

10. ২০২৫ সালে কোন শহরে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (COP30) অনুষ্ঠিত হতে চলেছে?

উত্তর:- বেলেম, ব্রাজিল।

আরও পড়ুন:-

1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF-Click Here

1000+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF-Click Here

ভারতবর্ষ সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF-Click Here

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF-Click Here

250+ ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর PDF-Click Here

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF-Click Here

2000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF-Click Here

1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF-Click Here

1200 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF-Click Here

1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here

পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের উপনাম PDF-Click Here

❏200+ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here

❏মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here

❏আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ দিবস সমূহ PDF-Click Here

❏ভারতের ঐতিহাসিক স্থাপত্যকীর্তি ও প্রতিষ্ঠাতা-Click Here

Post a Comment

Previous Post Next Post