সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 20th December 2025 Current Affairs in Bengali Quiz | 20th ডিসেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th December 2025 Current Affairs in Bengali Quiz | 20th ডিসেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
20th December 2025 Current Affairs in Bengali Quiz | 20th ডিসেম্বর 2025 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি কোন রাজ্য ‘ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড’ জিতেছে?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ।
2. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের বেকারত্বের হার (Unemployment Rate) নভেম্বর ২০২৫ -এ কমে কত শতাংশে দাঁড়িয়েছে?
উত্তর:- ৪.৭ শতাংশ।
3. হায়দ্রাবাদে সম্প্রতি কোন বিশিষ্ট সংগীতশিল্পীর মূর্তি উন্মোচন করা হলো?
উত্তর:- এস. পি. বালাসুব্রহ্মণ্যম
4. সম্প্রতি প্রকাশিত, "দ্য ওয়ান: ক্রিকেট, মাই লাইফ অ্যান্ড মোর" কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী?
উত্তর:- শিখর ধাওয়ান
5. ভেলোড পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- তামিলনাড়ু
6. সম্প্রতি অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী (অমরাবতী)-র জন্য বিশ্বব্যাংক কত টাকার ঋণ মঞ্জুর করেছে?
উত্তর:- প্রায় ১৫,০০০ কোটি টাকা
7. বিহারে কৃষকদের সুবিধার্থে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন বোর্ড গঠনের কথা ঘোষণা করেছে?
উত্তর:- জাতীয় মাখানা বোর্ড।
8. সম্প্রতি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ (Miss Universe India 2024) খেতাব কে জয় করেছেন?
উত্তর:- রিয়া সিংহ
9. সম্প্রতি তামিলনাড়ু ও পুদুচেরিতে কোন ঘূর্ণিঝড়টি ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে?
উত্তর:- ঘূর্ণিঝড় ফেঞ্জাল
10. সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কোন আন্তর্জাতিক সংবাদ সংস্থার বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন?
উত্তর:- বিবিসি (BBC)।
আরও পড়ুন:-
❏1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1000+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏ভারতবর্ষ সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF-Click Here
❏250+ ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর PDF-Click Here
❏পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF-Click Here
❏2000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1200 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের উপনাম PDF-Click Here
❏200+ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
