WBPSC জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | WBPSC General Knowledge Questions Answers

WBPSC জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | WBPSC General Knowledge Questions Answers
WBPSC জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | WBPSC General Knowledge Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WBPSC জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | WBPSC General Knowledge Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBPSC জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | WBPSC General Knowledge Questions Answers।




WBPSC জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | WBPSC General Knowledge Questions Answers

1. লোদী বংশের প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর:- বহলুল লোদী

2. দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিল?

উত্তর:- বহলুল লোদী

3. লোদী বংশের শেষ সুলতান কে ছিল?

উত্তর:- ইব্রাহিম লোদী


4. বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- শামসুদ্দিন ইলিয়াস শাহ

5. বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ নরপতির নাম কী?

উত্তর:- জালালউদ্দিন ফতেশাহ

6. বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়ে থাকে?

উত্তর:- আলাউদ্দিন হোসেন শাহকে


7. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর:- জাফর খাঁ

8. বাহমনী বংশের শেষ সুলতান কে ছিল?

উত্তর:- কলিমউল্লাহ শাহ

9. আদিনা মসজিদ কে নির্মান করেছিলেন?

উত্তর:- সিকান্দার শাহ

10. কার সমাধির উপর পান্ডুয়ার একলাখী মসজিদ নির্মিত হয়েছিল?

উত্তর:- নসরৎ শাহ

11. বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুনরাজ খাঁ উপাধি লাভ করেন?

উত্তর:- মালাধর বসু


12. শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন?

উত্তর:- মালাধর বসু

13. কাশ্মীরের আকবর কাকে বলা হয়ে থাকে?

উত্তর:- জয়নাল আবেদীন

14. কোন যুগের কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেছিলেন?

উত্তর:- ইলিয়াস শাহী যুগে

15. পদ্মপুরাণ কে রচনা করেছিলেন?

উত্তর:- বিজয় গুপ্ত

16. বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিল?

উত্তর:- কৃষ্ণদেব রায়

17. 'আমুক্ত মাল্যদা' গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

উত্তর:- কৃষ্ণদেব রায়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Post a Comment

Previous Post Next Post