2nd August 2024 Current Affairs in Bengali Quiz | 2nd আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

2nd August 2024 Current Affairs in Bengali Quiz | 2nd আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
2nd August 2024 Current Affairs in Bengali Quiz | 2nd আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 2nd August 2024 Current Affairs in Bengali Quiz | 2nd আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 2nd August 2024 Current Affairs in Bengali Quiz | 2nd আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




2nd August 2024 Current Affairs in Bengali Quiz | 2nd আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                          

 1. 2025 সালের পুরুষদের এশিয়া কাপ কোন দেশ আয়োজন করবে?

উত্তর:- ভারত

2. IPEF -এর অধীনে সাপ্লাই চেইন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে কোন দেশ নিযুক্ত হয়েছে?

উত্তর:- ভারত


3. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- প্রীতি সুদান

4. কে সম্প্রতি পাঞ্জাবের নতুন গভর্নর এবং চণ্ডীগড় প্রশাসক হিসেবে শপথ নিয়েছেন?

উত্তর:- গুলাব চাঁদ কাটারিয়া

5. কোন কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় শিক্ষানবিশ ও প্রশিক্ষণ প্রকল্প 2.0 পোর্টাল চালু করেছেন?

উত্তর:- ধর্মেন্দ্র প্রধান

6. সম্প্রতি কোন টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বায়ু টারবাইন স্থাপন করা হয়েছে?

উত্তর:- পেরিয়ার টাইগার রিজার্ভ

7. সম্প্রতি কে প্রাক্তন সেনাদের জন্য ই-স্বাস্থ্য টেলি-কনসালটেন্সি সুবিধা চালু করেছে?

উত্তর:- ভারতীয় সেনাবাহিনী

8. ফেডারেল ব্যাঙ্কের নতুন MD এবং CEO পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- কে ভি  সুব্রহ্মণ্যম


9. ২০২৪ সালে নভেম্বর মাসে COP29 নামে ক্লাইমেট সামিট হোস্ট করতে চলেছে কোন দেশ?

উত্তর:- আজেরবাইজান

10. সম্প্রতি প্রকাশিত Henley Passport Index 2024-এ ভারতের স্থান কত?

উত্তর:- ৮২ তম।

 

আরও পড়ুন:- 2nd আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post