প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন উত্তর PDF | Primary Tet Interview Questions Answers PDF | WBTET Interview Questions Answers PDF

 

প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন উত্তর PDF | Primary Tet Interview Questions Answers PDF | WBTET Interview Questions Answers PDF
প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন উত্তর PDF | Primary Tet Interview Questions Answers PDF | WBTET Interview Questions Answers PDF 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন উত্তর PDF | Primary Tet Interview Questions Answers PDF | WBTET Interview Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন উত্তর PDF | Primary Tet Interview Questions Answers PDF | WBTET Interview Questions Answers PDF



প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন উত্তর PDF | Primary Tet Interview Questions Answers PDF | WBTET Interview Questions Answers PDF


■ নিজের সম্পর্কে কিছু বলুন।


■ আপনার ক্লাসের কোনো ছাত্র যদি আপনাকে এমন প্রশ্ন করে যার উত্তর আপনার জানা নেই, তাহলে আপনি কী করবেন?


■ ক্লাসের কোন ছাত্র হটাৎ অসুস্থ হয়ে পড়লে আপনি কী করবেন?


■ যদি কোনো শিক্ষার্থী বার বার অকৃতকার্য হয় তাহলে একজন শিক্ষকের কী করা উচিত বলে আপনি মনে করেন?


■ জীবনে সাফল্য লাভের জন্য ছাত্রদের আপনি কিভাবে অনুপ্রাণিত করতে থাকবেন?


■ একজন ছাত্র আপনার ক্লাসে দেরি করে এসেছে তখন আপনি তার সাথে কী আচরণ করবেন?


■ আপনি কোন খবরের কাগজ পড়েন? তার সম্পাদক কে?


■ আপনি কোন কোন মনীষীর বাণী পড়েছেন? মনীষীদের বাণী পড়ার কী উপযোগিতা রয়েছে বলে আপনার মনে হয়?


■ সম্প্রতি কার লেখা বই পড়েছেন? রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র লেখার মধ্যে তফাৎ কতটা?


■ আপনি কার জীবনী পড়ে সবচেয়ে বেশি করে অনুপ্রাণিত হন?


■ আপনি কেন শিক্ষক হতে চান?


■ আপনি কীভাবে ছাত্র-ছাত্রীদের মধ্যে আদর্শ ও শৃঙ্খলা বোধ গড়ে তুলবেন?


■ প্রাইমারির ‘আমার বই’ পাঠ্যবই সম্পর্কে কিছু বলতে পারবেন কি?


■ বর্তমানে অনলাইন শিক্ষাব্যবস্থা শিশুদের জন্য কতটা সুফল ও কতটা কুফল বলে আপনার মনে হয়? 


■ আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি এই চাকরিতে আবেদন করলেন কেন?


■ আপনি অন্য যেকোনো পেশা ছেড়ে শিক্ষকতা পেশা বেছে নেওয়ার কারণ কী? 


■ এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্যপ্রার্থী  বলে মনে করছেন?


■ প্রতিটি সরকারি বইয়ের প্রথমে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা লিপিবদ্ধ থাকে, প্রস্তাবনা দেওয়ার কারণ সম্পর্কে কিছু বলুন?


■ স্কুলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস পালনের ছাত্রদের উপর কিরূপ প্রভাব পড়ে?


■ শিশু শিক্ষা রচনা করেন কে?

MDM কি? এটি বিদ্যালয়ে কেন দেওয়া হয়?


■ আদর্শ শিক্ষক বলতে কী বোঝেন?


■ "বেটি বাঁচাও বেটি পড়াও" কত সালে চালু করা হয়? আপনি এই বিষয়টি কি ভাবে দেখছেন।


■ ছাত্রছাত্রীদের স্কুলের ইউনিফর্ম পড়া আবশ্যক বলে মনে হয় কেন?


■ সমাজে একজন আদর্শ শিক্ষক হিসাবে আপনার ভাবমূর্তি কেমন হওয়া উচিত?


■ ভারতের জাতীয় সঙ্গীত কার রচনা ?


■ বিদ্যালয় জন্য বিশেষ কিছু কি করতে চান?


■ কৃত্তিম শৃঙ্খলা বলতে আপনি কি বোঝেন?


■ ধরুন আপনার সহশিক্ষক প্রায় প্রতিদিন বিদ্যালয়ে দেরী করে আসেন এবং ওনার ক্লাস আপনাকে নিতে হয় এক্ষেত্রে আপনি কি করা উচিত?


■ কোন রাজনৈতিক দল বা স্থানীয় মানুষ অনুষ্ঠান করার জন্য স্কুলের ঘর বা মাঠ ব্যবহার করতে চাইলে তার অনুমতি দেওয়া উচিত না অনুচিত বলে আপনার মনে হয়? 


■ আপনি আপনার সংসার ও চাকরী দুটিই কিভাবে একসাথে করতে চান?


■ প্রাক-প্রাথমিক শিক্ষার কয়েকটি প্রতিষ্ঠানের নাম বলতে পারবেন?


■ কোন ছাত্র বা ছাত্রী পরীক্ষায় নকল করতে গিয়ে আপনার হাতে ধরা পড়েছে তখন তার সাথে আপনি কী করবেন?


■ বহু ছাত্র-ছাত্রী মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় এর প্রকৃত কারণ কী বলে আপনার মনে হয়? 


■ "স্কুল ছুট" সমস্যা লাঘবের জন্য আপনার কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনার মনে হয়?


❏ প্রাইমারি টেট ইন্টারভিউ Dress Code | Dress Code for Primary TET Interview 


পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট ড্রেস এর নিয়ম বলা হয়নি। তবুও নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন:


■ ফুল হাতা জামা এবং প্যান্ট পরতে চেষ্টা করুন। কোন ধরনের t-shirt বা জিন্স পড়নেন না।


■ মহিলাদের ক্ষেত্রে, শাড়ি অথবা চুড়িদার পরায়ই বেশি শ্রেয়।


■ জামা অথবা শাড়ি / চুড়িদারের রং যেন হালকা টাইপের হয়। 


■ কোন প্রকার উগ্র ও গাঢ় রঙের জামা কাপড় পরা থেকে বিরত থাকবেন।


■ ছেলেরা জামার সাথে ম্যাচ করে কালো অথবা অন্য কোনো রঙের প্যান্ট পরতে পারেন।


■ ফর্মাল বুট বা শু পরার চেষ্টা করবেন।


■ হাতে অবশ্যই রিস্ট ওয়াচ পড়ে থাকবেন।


■ ইন্টারভিউ রুমে ঢোকার সময় অবশ্যই মাস্ক পড়ে থাকবেন।


■ কোনরকম সানগ্লাস বা টুপি ইন্টারভিউ রুমে ঢোকার সময় পরবেন না।


PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন


File Details:-

File Name:-  Primary Tet Interview Questions Answers PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download

Previous Post Next Post