1st August 2024 Current Affairs in Bengali Quiz | 1st আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

1st August 2024 Current Affairs in Bengali Quiz | 1st আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1st August 2024 Current Affairs in Bengali Quiz | 1st আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 1st August 2024 Current Affairs in Bengali Quiz | 1st আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st August 2024 Current Affairs in Bengali Quiz | 1st আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।




1st August 2024 Current Affairs in Bengali Quiz | 1st আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                           

 1. "বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস" (World Scout Scarf Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 1st আগষ্ট

2. প্যারিস অলিম্পিক 2024 -এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে মনু ভাকের কোন পদক জিতেছিলেন?

উত্তর:- ব্রোঞ্জ পদক


3. সম্প্রতি কে SIDBI -এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

উত্তর:- মনোজ মিত্তল (Manoj Mittal)

4. সম্প্রতি রাজস্থান সরকার কোন নিয়োগে অগ্নিবীরদের সংরক্ষণ করার কথা ঘোষণা করেছে?

উত্তর:- জেল এবং বনরক্ষী এবং রাজ্য পুলিশ

5. সম্প্রতি ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- সন্তোষ কুমার গাংওয়ার (Santosh Kumar Gangwar)

6. টেস্ট ক্রিকেটে 12,000 -এর বেশি রান করা 7তম ব্যাটসম্যান কে হয়েছেন?

উত্তর:- জো রুট (Joe Root).

7. স্বাধীনতার পর একই অলিম্পিকে দুটি পদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছেন?

উত্তর:- মনু ভাকের (Manu Bhaker)

8. মানিকা বাত্রা অলিম্পিক গেমসের একক প্রতিযোগিতার রাউন্ড অফ 16-এ পৌঁছে প্রথম ভারতীয় হয়েছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত?

উত্তর:- টেবিল টেনিস


9. সম্প্রতি আসামের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন কে?

উত্তর:- লক্ষ্মণ প্রসাদ আচার্য (Laxman Prasad Acharya)

10. সাদো সোনার খনি (Sado gold mine)  সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে, এটি কোন দেশে অবস্থিত?

উত্তর:- জাপান।

 

আরও পড়ুন:- 31st জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post