সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি খেলাধূলা সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF | Sports Related Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 100+ খেলাধূলা সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF | Sports Related Questions Answers PDF।
খেলাধূলা সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF | Sports Related Questions Answers PDF
1. ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে?
উত্তর:- ইংল্যান্ডে
2. ICC প্রতিষ্টিত হয় কত সালে?
উত্তর:- 1909
3. প্রথম অলিম্পিক খেলা শুরু হয় কবে?
উত্তর:- 776 খ্রিঃ পূর্বাব্দ
4. আধুনিক অলিম্পিক গেমসের প্রধান রূপকার কে ছিলেন?
উত্তর:- ব্যারন পিয়ের দ্য কুবার্তিন
5. অলিম্পিকের প্রতিক চিহ্ন কী নির্দেশ করে?
উত্তর:- পাঁচটি রঙিন বৃত্ত, যা পাঁচটি মহাদেশের মধ্যে পারস্পারিক সমন্বয় নির্দেশ করে।
6. বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর:- রাঁচি
7. ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?
উত্তর:- ফুটবল
8. প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন?
উত্তর:- রঞ্জিত সিং
9. একমাত্র খেলোয়াড়ের নাম উল্লেখ করো, যিনি ফুটবল ও ক্রিকেট উভয়েরই ওয়ার্ল্ড কাপ খেলেছেন?
উত্তর:- ভিভ রিচার্ডস
10. কাকে ‘ভারতের উরন্ত শিখ’ বলা হয়?
উত্তর:- মিলখা সিং
11. প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর:- 1930 সালে
12. হকি খেলাটি প্রথমে কী নামে পরিচিত ছিল?
উত্তর:- কমস
13. প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর:- দিল্লিতে
14. পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল কোন দেশে?
উত্তর:- গ্রিসে
15. আধুনিক অলিম্পিক গেমস কত সাল থেকে শুরু হয়েছিল?
উত্তর:- 1896 সালে।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Sports Related Questions Answers PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive