সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 29th July 2024 Current Affairs in Bengali Quiz | 29th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th July 2024 Current Affairs in Bengali Quiz | 29th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
29th July 2024 Current Affairs in Bengali Quiz | 29th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস" (International Tiger Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 29th জুলাই
2. সম্প্রতি "International Excellence Award" পেলেন কে?
উত্তর:- অর্পিত জগদীশ
3. ভারতের প্রথম মেডিকেল ইনস্টিটিউশনাল মিউজিয়াম তৈরি হতে চলেছে কোন শহরে?
উত্তর:- চন্ডিগড়
4. Unesco World Heritage Centre -এ ভারত কত মিলিয়ন ডলার দান করতে চলেছে?
উত্তর:- ১
5. প্রথম ভারতীয় হিসাবে Olympic Order সম্মান পেলেন কে?
উত্তর:- অভিনব বিন্দ্রা
6. ছত্রপতি শিবাজীর ঐতিহাসিক "বাঘ নখ" কোন দেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হলো?
উত্তর:- লন্ডন
7. সম্প্রতি ফেডারেল ব্যাঙ্কের নতুন MD এবং CEO পদে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- কে ভি সুব্রহ্মণ্যম
8. সম্প্রতি প্রকাশিত "Henley Passport Index 2024" -এ ভারতের স্থান কত?
উত্তর:- ৮২
9. সম্প্রতি কোন ক্রিকেটার নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করার জন্য FanCode Shop -এর সাথে চুক্তি করল?
উত্তর:- হার্দিক পাণ্ডিয়া
10. Kristen Michal সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন?
উত্তর:- এস্তোনিয়া।
আরও পড়ুন:- 28th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স