28th July 2024 Current Affairs in Bengali Quiz | 28th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

28th July 2024 Current Affairs in Bengali Quiz | 28th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
28th July 2024 Current Affairs in Bengali Quiz | 28th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 28th July 2024 Current Affairs in Bengali Quiz | 28th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 28th July 2024 Current Affairs in Bengali Quiz | 28th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




28th July 2024 Current Affairs in Bengali Quiz | 28th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                          

 1. "বিশ্ব হেপাটাইটিস দিবস" (World Hepatitis Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 28th জুলাই

2. উত্তর পূর্ব ভারতের প্রথম UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত হলো কোনটি?

উত্তর:- আসামের Charaideo Maidam.


3. ইনস্টিটিউট অফ কস্ট একাউন্টস অফ ইন্ডিয়া সংস্থার নতুন সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- বিভূতিভূষণ নায়েক

4. সাম্প্রতিক প্রকাশিত ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারতের বর্তমান অরণ্যের পরিমাণ কত শতাংশ?

উত্তর:- ২১.৭১%

5. সম্প্রতি Play Sport কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কারা?

উত্তর:- সানিয়া মির্জা, মেরি কম এবং রণবিজয় সিং

6. সম্প্রতি কোন রাজ্য সরকার পর্যটকদের গাড়িতে আবর্জনার ব্যাগ বহন করা বাধ্যতামূলক করল?

উত্তর:- সিকিম সরকার

7. সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট সূচকে ভারতের স্থান কত?

উত্তর:- 82 তম


8. কেন্দ্রীয় সরকার 31 মার্চ, 2027 এর মধ্যে সারা দেশে কতগুলি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধ কেন্দ্র খোলার লক্ষ্য রেখেছে?

উত্তর:- 25,000

9. ভারতের প্রথম সমন্বিত কৃষি-রপ্তানি সুবিধা কোন বন্দরে স্থাপন করা হবে?

উত্তর:- জওহরলাল নেহেরু বন্দর

10. কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি 'মডেল স্কিল লোন স্কিম' চালু করেছেন?

উত্তর:- জয়ন্ত চৌধুরী।

 

আরও পড়ুন:- 27th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post