150+ ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Geography Important Questions Answers PDF

 

150+ ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Geography Important Questions Answers PDF
150+ ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Geography Important Questions Answers PDF 

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 150+ ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Geography Important Questions Answers PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 150+ ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Geography Important Questions Answers PDF



150+ ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | Geography Important Questions Answers PDF 


১. ভূগোলে কতটি অক্ষরেখা আছে?

উত্তর:-১৮০ টি।

২. গ্রিনিচ মান সময় কোন দেশের প্রমাণ সময়?

উত্তর:- যুক্তরাজ্য।

৩. বিষুবরেখার পরিধি কত?

উত্তর:- ৪০,০৭৬ কিলোমিটার।


৪. পৃথিবী কয়টি সময় এলাকায় বিভক্ত?

উত্তর:- ২৪টি।

৫. আন্তর্জাতিক তারিখ রেখা কোন প্রণালীর ওপর দিয়ে অতিক্রম করেছে?

উত্তর:- ফ্লোরিডা প্রণালী

৬. সৌরজগতের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই?

উত্তর:- বুধ ও শুক্র।

৭. চন্দ্ৰগ্ৰহণ কখন সৃষ্টি হয়?

উত্তর:- পৃথিবী,সূর্য ও চন্দ্র যখন কই সরলরেখায় অবস্থান করে।

৮. সৌরজগতের সবচেয়ে ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি?

উত্তর:- পৃথিবী


৯. কোন গ্রহটি শুকতারা হিসেবে খ্যাত?

উত্তর:- শুক্র।

১০.পৃথিবীর জমজ’ নামে পরিচিত কোন গ্রহ?

উত্তর:- শুক্র।

১১.প্রত্যেক মেরু থেকে বিষুব রেখার দূরত্ব কত?

উত্তর:- ১০০০২ কিমি

১২. কোন তারিখে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে?

উত্তর:- ৪ জুলাই।

১৩.ধ্রুবতারা কোন গোলার্ধে দৃষ্ট হয়?

উত্তর:- উত্তর গোলার্ধে।

১৪. মহাবিশ্বের উদ্ভব ও নিয়তি-এ তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর:- ষ্টিফেন হকিং।

১৫. সৌরজগতের কোন গ্রহের পশ্চিমে সূর্য ওঠে এবং পূর্বে অস্ত যায়?

উত্তর:- শুক্র।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন


File Details:-

File Name:-  Geography Important Questions Answers PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download

Previous Post Next Post