সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পৃথিবীর বায়ুমন্ডল সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Atmosphere Related Questions Answers PDF | Climate Related Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পৃথিবীর বায়ুমন্ডল সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Atmosphere Related Questions Answers PDF | Climate Related Questions Answers PDF।
পৃথিবীর বায়ুমন্ডল সংক্রান্ত প্রশ্নোত্তর PDF | Atmosphere Related Questions Answers PDF | Climate Related Questions Answers PDF
1. পৃথিবীর বায়ুমন্ডলের উর্দ্ধসীমা প্রায় কতদূর পর্যন্ত?
উওর:- ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিমি পর্যন্ত।
2. পৃথিবীর বায়ুমন্ডলে কোন গ্যাসটির পরিমান সবচেয়ে বেশি?
উওর:- নাইট্রোজেন (৭৮.০৮%)
3. পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের পরিমান প্রায় কত শতাংশ?
উওর:- ২০.৯৪%
4. পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমান প্রায় কত শতাংশ?
উওর:- ০.০৩ %
5. পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিস্ক্রিয় গ্যাসটির পরিমান সবচেয়ে বেশি?
উওর:- আর্গন (০.৯৩ %)
6. পৃথিবীর বায়ুমন্ডলে ওজোন গ্যাসের গড় পরিমান প্রায় কত শতাংশ?
উওর:- ০.০০০০৬%
7. এরোসোল বলতে কি বোঝো?
উওর:- পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প এবং অতি সূক্ষ ধূলিকণা, লবণ কণা প্রভৃতি জৈব ও অজৈব কণাগুলিকে একত্রে বলা হয়ে থাকে এরোসোল বলে।
৪. পৃথিবীর বায়ুমন্ডলের সমমন্ডল অঞ্চলের বিস্তৃতি প্রায় কত কিমি পর্যন্ত?
উওর:- ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮৫ কিমি পর্যন্ত।
9. পৃথিবীর বায়ুমন্ডলের বিষমমন্ডল অঞ্চলের বিস্তৃতি প্রায় কত কিমি পর্যন্ত?
উওর:- ভূ-পৃষ্ঠের উর্দ্ধে ৮৫ কিমি থেকে ১০,০০০ কিমি পর্যন্ত।
10. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম উল্লেখ করো।
উওর:- ঘনমন্ডল বা ট্রোপোস্ফিয়ার।
11. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটির নাম উল্লেখ করো।
উওর:- বহিঃমন্ডল বা এক্সোস্ফিয়ার।
12. সাধারণ তাপ হ্রাস -এর পরিমান কত?
উওর:- প্রতি ১০০০ মিটারে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
13. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সর্বাধিক লক্ষ্য করা যায়?
উওর:- নিরক্ষীয় অঞ্চলে।
14. কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সবচেয়ে কম লক্ষ্য করা যায়?
উওর:- মেরু অঞ্চলে।
15. ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা প্রায় কত কিমি?
উওর:- সমুদ্রতল থেকে ১২-১৪ কিমি।
16. নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা প্রায় কত কিমি?
উওর:- প্রায় ১৭ কিমি।
17. মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা প্রায় কত কিমি?
উওর:- প্রায় ৯ কিমি।
18. ট্রোপোস্ফিয়ারের উর্দ্ধসীমাকে কি বলা হয়ে থাকে?
উওর:- ট্রোপোপজ।
19. ট্রোপোপজ কথাটির অর্থ কী?
উওর:- গ্রীক শব্দ ট্রোপোপজ এর অর্থ হল ‘Where The Mixing Stops' অর্থাৎ যেখানে উচ্চতা ও উষ্ণতার প্রক্রিয়া প্রায় একাকার হয়ে যায়।
20. ট্রোপোপজ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন?
উওর:- Sir Napier Shaw.
21. ওজোন গ্যাসের রঙ কোন বর্ণের?
উওর:- নীল।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Atmosphere Related Questions Answers PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive