গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Important General knowledge Question Answer

গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Important General knowledge Question Answer
গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Important General knowledge Question Answer

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Important General knowledge Question Answer . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Important General knowledge Question Answer।




গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Important General knowledge Question Answer

1. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
 
উত্তর:- বি.আর.আম্বেদকর।

2. ভারতীয় আইনের জনক কাকে বলা হয়?

উত্তর:- বি.আর.আম্বেদকর।


3. ভারতীয় গনতন্ত্রের জনক কাকে বলা হয়?

উত্তর:- বি.আর.আম্বেদকর।

4. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলা হয়?

উত্তর:- জহরলাল নেহরু।

5. ভারতে বিদেশ নীতির জনক কাকে বলা হয়?

উত্তর:- জহরলাল নেহরু।


6. জোটনিরপেক্ষতা নীতির জনক কাকে বলা হয়?

উত্তর:- জহরলাল নেহরু।

7. আধুনিক ভারতের / জাতির জনক কাকে বলা হয়?

উত্তর:- মহাত্মা গান্ধী।

8. ভারতে পঞ্চায়েত ব্যবস্থার জনক কাকে বলা হয়?

উত্তর:- মহাত্মা গান্ধীজী।

9. ভারতীয় শিক্ষার জনক কাকে বলা হয়?

উত্তর:- লর্ড মেকলে।

10. ভারতীয় ফৌজদারী আইনের (IPC) জনক কাকে বলা হয়?

উত্তর:- লর্ড মেকলে।


11. ভারতীয় রেলওয়ের জনক কাকে বলা হয়?

উত্তর:- লর্ড ডালহৌসি।

12. ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক কাকে বলা হয়?
 
উত্তর:- লর্ড রিপন।

13. ভারতে আমলাতন্ত্রের / প্রশাসনের জনক কাকে বলা হয়?

উত্তর:- লর্ড কর্ণওয়ালি।

14. ভারতীয় রাষ্ট্রকৃত্যকের জনক কাকে বলা হয়?

উত্তর:- সর্দার বল্লভভাই প্যাটেল।

15. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়?

উত্তর:- অ্যালেন অক্টোভিয়ান হিউম।

16. ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়?

উত্তর:- জেমস রেনেল।


17. সেনা বাহিনীর জনক কাকে বলা হয়?

উত্তর:- স্ট্রিংগার লরেন্স।

18. ভারতীয় সাংবাদিকতার জনক কে?

উত্তর:- জেমস অগাস্টাস হিক।

19. ভারতীয় সমবায় আন্দোলনের জনক কে?

উত্তর:- ফেডেরিক নিকলসন।

20. ভারতে বিপ্লবের/জাতীয় আন্দোলনের জনক কে? 

উত্তর:- বাল গঙ্গাধর তিলক।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post