সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WBP জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | WBP SI General Knowledge Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBP জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | WBP SI General Knowledge Questions Answers।
WBP জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | WBP SI General Knowledge Questions Answers
1. ভারতীয় নবজাগরনের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- রামমোহন রায়
2. ভারতীয় উদারনীতিবাদের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- রামমোহন রায়
3. ভারতীয় ইতিহাসের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- মেঘাস্থিনিস।
4. ভারতীয় রাজনীতির/রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- কৌটিল্য/চানক্য
5. ভারতীয় গনিতের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- রামানুজন/আর্যভট্ট (সর্বসম্মত নয়)
6. ভারতে দশমিক/শূন্যের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- আর্যভট্ট
7. ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- বিবেকানন্দ।
8. ভারতীয় জাতীয় পতাকার জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- পিঙ্গালী ভেঙ্কাইয়া
9. ভারতীয় মহাকাশ গবেষনার জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- বিক্রম সারাভাই
10. ভারতীয় বাজেটের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- প্রশান্ত চন্দ্র মহালনাবিশ।
11. ভারতীয় পরিসংখ্যানের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- প্রশান্ত চন্দ্র মহালনাবিশ
12. ভারতীয় পন্টিং এর জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- নন্দলাল বোস
13. ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- দাদা সাহেব ফালকে।
14. ভারতীয় সার্জারির/প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- সুশ্রুত
15. ভারতীয় উদার অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- পি.ভি.নরসিমা রাও
16. ভারতের “পূর্বে তাকাও নীতির” জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- পি.ভি.নরসিমা রাও
17. ভারতের “বাস কূটনীতির” নীতির জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- অটল বিহারী বাজপয়ী
18. ভারতীয় হকির জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- ধ্যানচাঁদ
19. ভারতীয় মেডিসিনের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- চড়ক
20. ভারতীয় মিসাইলের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- A.P.J.আব্দুল কালাম।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF