সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 17th August 2024 Current Affairs in Bengali Quiz | 17th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 17th August 2024 Current Affairs in Bengali Quiz | 17th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
17th August 2024 Current Affairs in Bengali Quiz | 17th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. রাজস্থানের প্রথম ফ্লাইট ট্রেনিং একাডেমি চালু হলো কোন বিমানবন্দরে?
উওর:- আজমিরের কিষানগড় বিমানবন্দরে
2. ২০২৩ সালে বিশ্বব্যাপী কৃষি পণ্য রপ্তানিতে ভারতের স্থান কত?
উওর:- অষ্টম
3. সম্প্রতি ভারতীয় রেল 'এক ভারত-এক টিকেট' উদ্যোগের প্রচারের জন্য কোন সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে?
উওর:- জাতীয় রাজধানী অঞ্চল পরিবহন কর্পোরেশন (National Capital Region Transport Corporation)
4. কে ভারতের মন্ডপম থেকে 'হর ঘর তিরাঙ্গা' বাইক র্যালির মাধ্যমে পতাকা উড়ালেন?
উওর:- জগদীপ ধনখার
5. সন্দীপ পাউন্ড্রিক সম্প্রতি কোন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?
উওর:- ইস্পাত মন্ত্রণালয়
6. বিগ ক্রিকেট লীগ (বিসিএল) কোন জাতীয় সম্প্রচারকারীর সাথে একটি দীর্ঘমেয়াদী সম্প্রচার চুক্তি স্বাক্ষর করেছে?
উওর:- প্রসার ভারতী
7. যৌথ সামরিক মহড়া 'মিত্র শক্তি' ভারত ও কোন দেশের মধ্যে পরিচালিত হচ্ছে?
উওর:- শ্রীলঙ্কা
8. কোন খেলোয়াড় জুলাই 2024 এর জন্য ICC পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে?
উওর:- গাস অ্যাটকিনসন (Gus Atkinson)
9. সম্প্রতি DRDO সফলভাবে দূরপাল্লার গ্লাইড বোমা পরীক্ষা করেছে, এর নাম কী?
উওর:- 'গৌরব' (GAURAV)
10. সম্প্রতি কোন রাজ্য সরকার রত্নাগিরিতে অবস্থিত মেসোলিথিক যুগের প্রাচীন স্মৃতিস্তম্ভটিকে 'সুরক্ষিত স্মৃতিস্তম্ভ' হিসাবে ঘোষণা করেছে?
উওর:- মহারাষ্ট্র।
আরও পড়ুন:- 16th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স