মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Control and Coordination of Living World Questions Answers

 

মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Control and Coordination of Living World Questions Answers
মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Control and Coordination of Living World Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Control and Coordination of Living World Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Control and Coordination of Living World Questions Answers।




মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Control and Coordination of Living World Questions Answers

1. পরিবেশের যে সব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কী বলা হয়ে থাকে?


উত্তর:- উদ্দীপক বলে।


2. প্রোটোপ্লাজমের আবর্তনগতি বা সারকুলেশন কোথায় কোন উদ্ভিদে দেখা যায়?


উত্তর:- কুমড়ো গাছের কাণ্ডের রোমে।


3. গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লেখো?


উত্তর:- ক্ল্যামাইডোমোনাস।


4. প্রকরণ চলন দেখা যায় কোন উদ্ভিদে?


উত্তর:- বনচাঁড়ালের পত্রকে।


5. উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয় তখন তাকে কী চলন বলা হয়ে থাকে?


উত্তর:- ন্যাস্টিক চলন।


6. উদ্ভিদ দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে গমনকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- ট্যাকটিক চলন।


7. তেঁতুল পাতার পত্রগুলি প্রখর আলো ও অধিক উষ্ণতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুড়ে যায়, এটি কী প্রকারের চলনের উদাহরণ?


উত্তর:- নিকটিন্যাস্টিক চলন।


8. ক্ষণপদের সাহায্যে গমন সম্পন্ন হয় কোন প্রাণীর?  


উত্তর:- অ্যামিবার।


9. মানবদেহের কোন কোশে ক্ষণপদ লক্ষ্য করা যায়? 


উত্তর:- শ্বেত রক্তকণিকা।


10. অ্যামিবার গমনকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- অ্যামিবয়েড গতি।


11. একটি মুখ্য জলজ প্রাণীর নাম লেখো।


উত্তর:- মাছ মুখ্য জলজ প্রাণী।


12. একটি মুখ্য খেচর প্রাণীর নাম লেখো।


উত্তর:- পায়রা মুখ্য খেচর প্রাণী।


13. একটি অ্যাবডাক্টর পেশির নাম লেখো।


উত্তর:- ডেলটয়েড পেশি।


14. যে প্রক্রিয়া কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তি হতে সাহায্য করে তাকে কী বলা হয়ে থাকে?  


উত্তর:- অ্যাডাকশন বলে।


15. একটি অ্যাক্টর পেশির নাম লেখো।


উত্তর:- ল্যাটিসিমাস ডরসি।


16. রোটেশন বলতে কি বোঝো?


উত্তর:- যে প্রক্রিয়ার দ্বারা দেহের কোনো অংশ আবর্তিত হয় তা রোটেশন নামে পরিচিত। 


17. মানবদেহের দীর্ঘতম অস্থির নাম লেখো।


উত্তর:- ফিমার।


18. একটি এক্সটেনসর পেশির নাম লেখো।


উত্তর:- ট্রাইসেপস।


19. কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করার জন্য কোন্ কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়ে থাকে?


উত্তর:- কৃত্রিম অক্সিন (2, 4-D)।


20. পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোনটি?


উত্তর:- সাইটোকাইনিন।


21. জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি লেখো।


উত্তর:- জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি হল- কার্বন,হাইড্রোজেন ও অক্সিজেন।

 

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post