সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- অভিব্যক্তি ও অভিযোজন | Expression and Adaptation Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- অভিব্যক্তি ও অভিযোজন | Expression and Adaptation Questions Answers।
মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- অভিব্যক্তি ও অভিযোজন | Expression and Adaptation Questions Answers
1. আনুমানিক প্রায় কতদিন আগে জীবের উৎপত্তি ঘটেছিল?
উত্তর:- আনুমানিক প্রায় 300 কোটি বছর আগে জীবের উৎপত্তি ঘটেছিল।
2. প্ৰথম সৃষ্ট দুটি হাইড্রোকার্বনের নাম উল্লেখ করো।
উত্তর:- প্রথম সৃষ্ট দুটি হাইড্রোকার্বনের নাম হল—মিথেন (CH4),অ্যাসিটিলিন (C2H2) ইত্যাদি ।
3. মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?
উত্তর:- মাইক্রোস্কিয়ার তত্ত্বের প্রবক্তা ছিলেন বিজ্ঞানী ফক্স (1965)।
4. ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম উল্লেখ করো।
উত্তর:- ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম হল ইওহিপ্পাস।
5. ইওহিপ্পাস কোন যুগের জীবাশ্ম লেখো?
উত্তর:- ইওহিপ্পাস হল ইওসিন যুগের জীবাশ্ম।
6. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে ছিলেন?
উত্তর:- প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা ছিলেন চার্লস রবার্ট ডারউইন।
7. হোমোলজি কাকে বলতে কি বোঝো?
উত্তর:- জীবের অভ্যন্তরীণ গঠন সাদৃশ্যযুক্ত সমরূপ অঙ্গের সৃষ্টির ঘটনাকে হোমোলজি বলা হয়ে থাকে।
8. কোন শ্রেণির প্রাণীর হৃৎপিন্ড দু-প্রকোষ্ঠ যুক্ত হয়ে থাকে?
উত্তর:- মৎস্য শ্রেণির প্রাণীর হৃৎপিন্ড দু-প্রকোষ্ঠ যুক্ত হয়ে থাকে।
9. কীরূপ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উৎপত্তি ঘটে?
উত্তর:- অভিসারী বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উৎপত্তি ঘটে থাকে।
10. দুটি প্রাণীর জীবন্ত জীবাশ্মের উদাহরণ লেখো।
উত্তর:- দুটি প্রাণীর জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল সিলাকান্থ পেরিপেটাস।
11. সরীসৃপ ও পক্ষীর সংযোগী জীবাশ্মটির নাম উল্লেখ করো?
উত্তর:- সরীসৃপ ও পক্ষীর সংযোগী জীবাশ্মটির নাম আর্কিওপটেরিক্স।
12. মানুষের চোখে অবস্থিত লুপ্ত অঙ্গ কোনটির নাম লেখো?
উত্তর:- মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্ৰায় অঙ্গটি হলো- নিকটিটেটিং পর্দা।
13. ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম লেখো।
উত্তর:- Equus equus.
14. পত্রযুক্ত ক্যাকটাস পত্ররন্ধ্রের প্রকৃতি কী প্রকৃতির হয়?
উত্তর:- পত্ৰযুক্ত ক্যাকটাসে পত্ররন্ধ্রগুলি নিমজিত প্রকৃতির হয়ে থাকে।
15. পায়রার ফুসফুসের সঙ্গে কতগুলি বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত থাকে লেখো।
উত্তর:- পায়রার ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত রয়েছে।
16. অস্থিবিশিষ্ট মাছেদের পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত গ্যাস উৎপাদনকারী অঙ্গটির নাম লেখো
উত্তর:- অস্থিবিশিষ্ট মাছের দেহের পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত গ্যাস উৎপাদনকারী অঙ্গটি হল রেড গ্ল্যান্ড।
17. উটের RBC-র বৈশিষ্ট্য উল্লেখ করো। যা জল নিরুদন হ্রাস করে ?
উত্তর:- উটের RBC বড়ো, ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত হয়ে থাকে যা জল নিরুদন হ্রাস করে।
18. মৌমাছির কয়প্রকার নৃত্য লক্ষ করা যায়?
উত্তর:- মৌমাছির চক্রাকার নৃত্য এবং ‘৪’ আকৃতির ওয়াগটেল নৃত্য লক্ষ করা যায়।
19. মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদানগুলি লেখো।
উত্তর:- মিলার ও উবের পরীক্ষায় ব্যবহৃত প্রধান উপাদানগুলি হল মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন।
20. ‘প্রাকৃতিক নির্বাচন’ মতবাদটি কার?
উত্তর:- ‘প্রাকৃতিক নির্বাচন’ মতবাদটি ডারউইন -এর।
21. আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম উল্লেখ করো।
উত্তর:- আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম হলো ইয়োহিপ্পাস।
22. কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়ে থাকে?
উত্তর:- মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়ে থাকে।
23. পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি লেখো।
উত্তর:- পায়রার বায়ুথলির সংখ্যা 9 টি।
24. শ্বাসমূল কোন গাছে লক্ষ করা যায়?
উত্তর:- শ্বাসমূল সুন্দরী গাছে লক্ষ করা যায়।
25. ‘বায়োজেনেটিক সূত্র’ -এর প্রবক্তা কে ছিলেন?
উত্তর:- ‘বায়োজেনেটিক সূত্র’ -এর প্রবক্তা ছিলেন হেকেল।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF