সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জীবমণ্ডল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Biosphere Related Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবমণ্ডল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Biosphere Related Questions Answers।
জীবমণ্ডল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Biosphere Related Questions Answers
1. সর্বপ্রথম ‘ইকোলজি' শব্দটি কে ব্যবহার করেছিলেন?
উত্তরঃ- জার্মান প্রাণীবিজ্ঞানী আর্নেস্ট হেকেল (Earnest Heckel) সর্বপ্রথম ‘ইকোলজি’ শব্দটি ব্যবহার করেছিলেন।
2. ইকোলজির কার্যকরী একক কী?
উত্তরঃ- ইকোলজির কার্যকরী একক হল বাস্তুতন্ত্র।
3. অট্ইকোলজি (Autecology) কী?
উত্তরঃ- কোনো নির্দিষ্ট প্রজাতির ইকোলজি সম্পর্কিত আলোচ্য বিষয়কে অট্ইকোলজি বলে।
4. সিন্ইকোলজি (Synecology) কী?
উত্তরঃ- কোনো নির্দিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠীর ইকোলজি সম্পর্কিত আলোচ্য বিষয়কে সিন্ইকোলজি বলে।
5. জীবমণ্ডল বলতে কি বোঝো?
উত্তরঃ- পৃথিবীর যে অঞ্চলটি জীবগোষ্ঠীর আবাসস্থল, সেই অঞ্চলটিকে জীবমণ্ডল বলা হয়ে থাকে।
6. বাস্তুতন্ত্রের দুটি জড় উপাদানের উদাহরণ দাও।
উত্তরঃ- বাস্তুতন্ত্রের দুটি জড় উপাদানের উদাহরণ হল –
(১) গ্যাসীয় উপাদান (নাইট্রোজেন, অক্সিজেন)
(২) ভৌত উপাদান (সূর্যালোক, বৃষ্টিপাত)।
7. সবুজ উদ্ভিদ ছাড়া দুটি উৎপাদকের নাম লেখো।
উত্তরঃ- সবুজ উদ্ভিদ ছাড়া কেমোসিন্থেটিক জীবাণু ও সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে।
8. একটি বাস্তুতন্ত্রে সমগ্র সবুজ উদ্ভিদ নষ্ট হয়ে গেলে প্রাথমিক ভাবে কী ঘটবে?
উত্তরঃ- প্রাথমিক খাদকরা ধ্বংস হয়ে যাবে।
9. একটি স্থলজ খাদ্যশৃঙ্খলের উদাহরণ দাও।
উত্তরঃ- তৃণ ➨ ছাগল ➨ বাঘ।
10. একটি জলজ খাদ্যশৃঙ্খলের উদাহরণ দাও।
উত্তরঃ- ফাইটোপ্ল্যাংকটন ➨ জুপ্ল্যাংকটন ➨ ছোটো মাছ ➨ বড়ো মাছ।
11. খাদ্যজাল বা খাদ্যপ্রবাহ বলতে কি বোঝো?
উত্তরঃ- কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির জীব নিয়ে গঠিত একাধিক খাদ্যশৃঙ্খল যে জাল গঠন করে, সেই জালকে খাদ্যজাল বা খাদ্যপ্রবাহ বলে।
12. শক্তিপ্রবাহ কাকে বলে?
উত্তরঃ- বাস্তুতন্ত্রে রূপান্তরিত সৌরশক্তি উৎপাদক থেকে বিভিন্ন খাদকের দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে শক্তিপ্রবাহ বলে।
13. ইকোটন (Ecotone) বা এজ এফেক্ট (Edge Effect) কী?
উত্তরঃ- দুই বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর যে বৈচিত্র্যময় জীবগোষ্ঠী পরিলক্ষিত হয়, সেগুলিকে ইকোটন বা এজ এফেক্ট বলে।
14. ইকোলজিক্যাল নিচ (Ecological Niche) কাকে বলে?
উত্তরঃ- বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত জীবগোষ্ঠীর কোনো জীবের অবস্থান ও তার সক্রিয়তাকে ইকোলজিক্যাল নিচ বলে।
15. হোমিওস্টেসিস (Homeostasis) কী?
উত্তরঃ- কোনো বাস্তুতন্ত্রের জড় উপাদানগুলির পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সজীব উপাদানগুলি তাদের কর্মপদ্ধতির পরিবর্তন ঘটিয়ে পরিবেশের সমতা বজায় রাখার ঘটনাকে হোমিওস্টেসিস বলে।
16. রিজার্ভারপুল কী?
উত্তরঃ- যেসকল রাসায়নিক পদার্থ জীবগোষ্ঠী তার প্রয়োজনে লাগায় না, পরিবেশের মধ্যে আবদ্ধ রাখে, তাদের রিজার্ভার পুল বলে।
17. সাইক্লিক্যাল পুল কী?
উত্তরঃ- যেসকল রাসায়নিক পদার্থ পরিবেশ ও জীবগোষ্ঠীর মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাদের সাইক্লিক্যাল পুল বলে।
18. জীবভরের পিরামিড কাকে বলে?
উত্তরঃ- বিভিন্ন পুষ্টিস্তরের জীবভরের (জীবের শুষ্ক ওজন) ভিত্তিতে বাস্তুতন্ত্রে গঠিত পিরামিডকে জীবভরের পিরামিড বলে।
19. সংখ্যার পিরামিড বলতে কি বোঝো?
উত্তরঃ- কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টিস্তরের সদস্যদের সংখ্যাভিত্তিক সম্পর্কের মাধ্যমে গঠিত পিরামিডকে সংখ্যার পিরামিড বলে।
20. পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল (Trophic Level) কী?
উত্তরঃ- ট্রফিক লেভেল বলতে বাস্তুতন্ত্রে খাদ্যের সরবরাহ সম্পর্কিত উৎপাদক, প্রাথমিক খাদক ও গৌণখাদক প্রভৃতি প্রতিটি স্তরকে বোঝায়৷
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF