19th September 2024 Current Affairs in Bengali Quiz | 19th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

19th September 2024 Current Affairs in Bengali Quiz | 19th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
19th September 2024 Current Affairs in Bengali Quiz | 19th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 19th September 2024 Current Affairs in Bengali Quiz | 19th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th September 2024 Current Affairs in Bengali Quiz | 19th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




19th September 2024 Current Affairs in Bengali Quiz | 19th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                          

 1. সম্প্রতি ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- তুহিন কান্ত পান্ডে

2. 2025 সাল থেকে আসাম সরকার কোন দিনটিকে 'Sootea Day' হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে?

উত্তর:- ২০শে আগস্ট।


3. US Open 2024 -এ দ্বিতীয়বারের জন্য গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন কে?

উত্তর:- Jannik Sinner.

4. সম্প্রতি কোথায় "World Deaf Shooting Championship 2024" অনুষ্ঠিত হলো কোথায়?

উত্তর:- হ্যানোভার, জার্মানি

5. বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯০০টি গোল করেছেন কোন কিংবদন্তি ফুটবলার?

উত্তর:- ক্রিশ্চিয়ানো রোনালদো।


6. সম্প্রতি Olympic Council of Asia (OCA) -এর প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে?

উত্তর:- রণধীর সিং

7. মিশেল বার্নিয়ার সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- ফ্রান্স

8. ভারতের প্রথম ব্রেইল ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে কোন কোম্পানি?

উত্তর:- Star Health Insurance.

9. সম্প্রতি প্রকাশিত "The Heart and Art of Teaching" শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- বি পুরুষোথামান।

10. সম্প্রতি কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন অরুণ গোয়েল?

উত্তর:- ক্রোয়েশিয়া।

আরও পড়ুন:- 18th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post