অ্যামোনিয়া ও ইউরিয়ার ব্যবহার | লাইকার অ্যামোনিয়া | Uses of Urea and Ammonia | Liqueur Ammonia

অ্যামোনিয়া ও ইউরিয়ার ব্যবহার | লাইকার অ্যামোনিয়া | Uses of Urea and Ammonia | Liqueur Ammonia
অ্যামোনিয়া ও ইউরিয়ার ব্যবহার | লাইকার অ্যামোনিয়া | Uses of Urea and Ammonia | Liqueur Ammonia

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি অ্যামোনিয়া ও ইউরিয়ার ব্যবহার | লাইকার অ্যামোনিয়া | Uses of Urea and Ammonia | Liqueur Ammonia . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে অ্যামোনিয়া ও ইউরিয়ার ব্যবহার | লাইকার অ্যামোনিয়া | Uses of Urea and Ammonia | Liqueur Ammonia।




অ্যামোনিয়া ও ইউরিয়ার ব্যবহার | লাইকার অ্যামোনিয়া | Uses of Urea and Ammonia | Liqueur Ammonia

❏ অ্যামোনিয়ার প্রধান শিল্প ব্যবহার (Uses of Ammonia):-

● (ⅰ) সার প্রস্তুতিতে অ্যামোনিয়ার ব্যবহার- অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া প্রভৃতি গুরুত্বপূর্ণ নাইট্রোজেন ঘটিত সার প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহৃত হয়।

● (ii) অসওয়াল্ড (Ostwald) পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহৃত হয়।


● (ii) সল্ভে (Solvey) পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহৃত হয়।

● (iv) কিউপ্রা অ্যামোনিয়াম (Cupra ammonium) পদ্ধতিতে কৃত্রিম সিল্ক (rayon) প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহৃত হয়। বরফ তৈরির কারখানায় এবং বিভিন্ন হিমঘরে নিম্ন উষ্ণতা সৃষ্টি করতে অ্যামোনিয়া ব্যবহৃত হয়।


❏ মানুষের শরীরের উপর অ্যামোনিয়ার প্রভাব (Effects of Ammonia on the Human Body):

● (i) এটি অশ্রুবাহী গ্রন্থি (Lacrimal glands) কে প্রভাবিত করে চোখকে জলে ভরিয়ে দেয় এবং চোখ জ্বালা করতে থাকে। বেশি পরিমাণ অ্যামোনিয়ার সংস্পর্শে চোখের দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।

● (ii) মানুষের শ্বাসের সঙ্গে অ্যামোনিয়া প্রবেশ করলে হৃদ্‌স্পন্দনের হার বেড়ে যায়। সেজন্য সংজ্ঞাহীন ব্যক্তির সংজ্ঞা ফেরানোর কাজে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। তবে ফুসফুসে অতিরিক্ত অ্যামোনিয়া প্রবেশ করলে হৃদস্পন্দনের হার অত্যধিক বেড়ে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।


❏ লাইকার অ্যামোনিয়া (Liquor ammonia): অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। লাইকার অ্যামোনিয়ায় জলের মধ্যে ভরের সাপেক্ষে 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে।

এর আপেক্ষিক গুরুত্ব প্রায় ০.৪৪ লাইকার অ্যামোনিয়ার বোতলের মুখ খুললে তীব্র ঝাঁজালো গন্ধবিশিষ্ট অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকে।

❏ কোল্ডস্টোরেজ থেকে দুর্ঘটনাজনিত কারণে অ্যামোনিয়া নির্গত হলে তার প্রতিকারের ব্যবস্থা:
অ্যামোনিয়ার উপরোক্ত ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

 
● (ⅰ) অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য। তাই চোখে অনবরত জলের ঝাপটা দিয়ে যেতে হবে। এতে চোখের সংস্পর্শে আসা অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে অপসারিত হবে।

● (ii) জলে ভেজানো তোয়ালে বা রুমাল দিয়ে চোখ, নাক সহ অন্যান্য মুখের অংশ ঢেকে দিতে হবে। এই ব্যবস্থায় NH, তোয়ালে বা রুমালের জলে দ্রবীভূত হবে, তাই ক্ষতির থেকে রেহাই পাওয়া যাবে।


● (iii) দমকল বাহিনীর সাহায্যে অথবা যে-কোনো উপায়ে পরিবেশে প্রচুর পরিমাণে জল স্প্রে করতে হবে। জলে দ্রবীভূত হয়ে NH, অপসারিত হবে।

● (iv) এলাকার লোকজনকে অন্যত্র সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে।

❏ ইউরিয়ার ব্যবহার (Use of Urea):

● (i) নাইট্রোজেনঘটিত সার হিসাবে কৃষিকাজে ব্যবহৃত হয়। এটিতে শতকরা হিসাবে সর্বাধিক (46%) পরিমাণ নাইট্রোজেন উপস্থিত থাকে।


● (ii) প্লাস্টিক, আঠা জাতীয় পদার্থ। (Adhesive), আয়ন বিনিময়কারী রেজিন প্রস্তুতিতে ইউরিয়া ব্যবহৃত হয়।

● (iii) Melamine প্রস্তুতিতে ইউরিয়া ব্যবহৃত হয়।

● (iv) কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন, ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে ইউরিয়া ব্যবহৃত হয়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post