সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি লেন্সের সংজ্ঞা ও প্রকারভেদ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Definition and Types of Verious Lenses . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে লেন্সের সংজ্ঞা ও প্রকারভেদ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Definition and Types of Verious Lenses।
লেন্সের সংজ্ঞা ও প্রকারভেদ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Definition and Types of Verious Lenses
❏ লেন্স (Lenses):-
দুটি গোলীয় বা একটি গোলীয় এবং একটি সমতল তল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
❏ লেন্সের প্রকারভেদ (Tipos de lenses):-
■ উত্তল লেন্স:- যে লেন্সের মধ্যভাগ মোটা ও দুই প্রান্ত ক্রমশ সরু তাকে উত্তল লেন্স বলে। লেন্সের দুই তলের প্রকৃতি অনুযায়ী উত্তল লেন্স তিন প্রকারের হয়।
● (1) উভোত্তল লেন্স:- যে লেন্সের দুই পৃষ্ঠই উত্তল তাকে উভোত্তল লেন্স বলে। উত্তল লেন্স বলতে সাধারণত উভোত্তল লেন্সকেই বোঝায়।
●(2) সমতলোত্তল:- যে লেন্সের একটি তল সমতল ও একটি তল উত্তল তাকে সমতলোত্তল লেন্স বলে।
● (3) অবতলোত্তল:- যে লেন্সের একটি তল অবতল ও একটি তল উত্তল তাকে অবতলোত্তল লেন্স বলে।
❏ অবতল লেন্স:- কোনো লেন্সের মধ্যভাগ সরু ও দুই প্রান্ত ক্রমশ মোটা হলে তাকে অবতল লেন্স বলে। একইভাবে অবতল লেন্স তিন প্রকারের হয়।
● (1) উভাবতল:- যে লেন্সের দুটি তলই অবলত তাকে উভাবতল লেন্স বলে। অবতল লেন্স বলতে সাধারণ ভাবে উভাবতল লেন্সকেই বোঝায়।
● (2) সমতলাবতল:- যে লেন্সের একটি তল সমতল ও একটি তল অবতল তাকে সমতলাবতল বলে।
● (3) উত্তলাবতল:- যে লেন্সের একটি তল উত্তল ও একটি তল অবতল তাকে উত্তলাবতল বলে।
❏ লেন্স সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা:
■ বক্রতাকেন্দ্র (Centro de curvatura):- লেন্সের দুটি তলই সাধারণত গোলীয় হয়। ওই দুটি তল যে গোলকদুটির অংশ তাদের কেন্দ্রদুটিকে লেন্সের বক্রতাকেন্দ্র বলা হয়।
■ বক্রতা ব্যাসার্ধ (Radio de curvatura):- (লেন্সের দুটি বক্রতল যে গোলক দুটির অংশ তাদের ব্যাসার্ধ দুটি কে লেন্সের বক্রতা ব্যাসার্ধ বলে।
■ প্রধান অক্ষ (Eje principal):- লেন্সের দুই গোলীয় তলের বক্রতা কেন্দ্র দুটির মধ্য দিয়ে অতিক্রান্ত সরলরেখাকে প্রধান অক্ষ বলা হয়।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF