সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে শীতকাল শুষ্ক প্রকৃতির কেন | Cause of Dry Nature of Winters West Bengal . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গে শীতকাল শুষ্ক প্রকৃতির কেন | Cause of Dry Nature of Winters West Bengal।
পশ্চিমবঙ্গে শীতকাল শুষ্ক প্রকৃতির কেন | Cause of Dry Nature of Winters West Bengal
❏ পশ্চিমবঙ্গে শীতকাল শুষ্ক প্রকৃতির হওয়ার কারণ:-
শীতকালে (ডিসেম্বর-ফেব্রুয়ারি) সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে বলে দক্ষিণ গোলার্ধে নিম্নচাপ এবং ভারতীয় উপমহাদেশে উচ্চ-চাপ বিরাজ করে। ফলে পশ্চিমবঙ্গ সমেত ভারতীয় উপমহাদেশ থেকে মৌসুমি বায়ু দক্ষিণ দিকে ফিরতে থাকে। স্থলভাগ থেকে প্রবাহিত এই বায়ুতে জলীয় বাষ্প থাকে না বলে বৃষ্টির সম্ভাবনা থাকে না। তাই শীতকাল এখানে শুষ্ক প্রকৃতির। তবে মাঝে মাঝে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে শীতকালে এখানে মৃদু বৃষ্টি হয়।
❏ পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য (Characteristics Climate of West Bengal):-
● (১) মৌসুমি বায়ুর প্রভাব:- পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর অত্যধিক প্রভাব। পশ্চিমবঙ্গের মোট বৃষ্টিপাতের প্রায় ৯০ ভাগ ঘটে মৌসুমি বায়ুর প্রভাবে। মৌসুমি বায়ুর আগমনের ফলে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক। মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে উষ্মতা ৫°-১০° সেঃ পর্যন্ত কমে যায়।
● (২) ঋতু পরিবর্তন:- সূর্যের পরিক্রমণ ও মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের জলবায়ুকে চারটি ঋতুতে ভাগ করা হয়েছে। এখানে পর্যায়ক্রমে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল — এই চারটি ঋতু পরিলক্ষিত হয়।
● (৩) বিপরীতমুখী বায়ু প্রবাহ:- পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে দক্ষিণের সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং শীতকালে স্থলভাগ থেকে দক্ষিণে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়।
● (৪) গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্কঃ- মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে বৃষ্টি হয় বলে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল বৃষ্টিহীন থাকে বলে শুষ্ক প্রকৃতির।
● (৫) বৃষ্টিপাতের অসম বণ্টনঃ- পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অংশে বার্ষিক গড় বৃষ্টিপাত যেখানে ৩০০-৫০০ সেমি, সেখানে দক্ষিণবঙ্গে ১৫০-২০০ সেমি এবং পুরুলিয়ায় মাত্র ১০০-১২৫ সেমি।
● (৬) জলবায়ুর তারতম্যঃ- পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে শীতল নাতিশীতো জলবায়ু, উপকূল অঞ্চল সমভাবাপন্ন এবং পুরুলিয়া জেলায় চরম প্রকৃতির জলবায়ু পরিলক্ষিত হয়।
● (৭) স্থানীয় বায়ুর প্রভাবঃ- গ্রীষ্মকালে প্রায়শই অপরাহ্লে কালবৈশাখীর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির প্রাদুর্ভাব ঘটে। শীতকালে পশ্চিমি ঝঞ্ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টি হয়।
❏ পশ্চিমবঙ্গের উপকূলীয় জলবায়ুর বৈশিষ্ট্য (Characteristics Coastal Climate of West Bengal):-
পশ্চিমবঙ্গের মেদিনীপুর উপকূল বরাবর সারাবছর স্থলবায়ু ও সমুদ্রবায়ু প্রবাহিত হয় বলে জলবায়ু সমভাবাপন্ন নাতিশীতো প্রকৃতির। অর্থাৎ শীত ও গ্রীষ্মের চরমভাব এখানে পরিলক্ষিত হয় না। গ্রীষ্মকালে গড় উষ্মতা থাকে ২৬°- ৩০° সেঃ এবং শীতকালে ১৮° -২২° সেঃ। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৭৫-২০০ সেমি । শরৎকালে ঘূর্ণবাতের প্রভাবে (আশ্বিনের ঝড়) এখানে মাঝে মাঝে প্রবল ঝড় ও বৃষ্টি হয়।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF