সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 21st October 2024 Current Affairs in Bengali Quiz | 21st অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st October 2024 Current Affairs in Bengali Quiz | 21st অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
21st October 2024 Current Affairs in Bengali Quiz | 21st অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "ভারতীয় পুলিশ স্মৃতি দিবস" (Indian Police Commemoration Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 21st অক্টোবর
2. ভারতে প্রথম 'Co-Districts' ধারণাটি কোন রাজ্যে চালু হয়েছে?
উত্তর:- আসাম
3. সম্প্রতি কোন কোম্পানি ১৪তম মহারত্ন সম্মান লাভ করলো?
উত্তর:- HAL (Hindustan Aeronautics Limited)
4. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা "ISSF Junior World Cup 2025" -এর হোস্টিং রাইটস পেয়েছে কোন দেশ?
উত্তর:- ভারত
5. সম্প্রতি কোন দিল্লী মেট্রো লাইনকে 'কার্বন নিউট্রাল সার্টিফিকেট' প্রদান করা হয়েছে?
উত্তর:- Blue Line.
6. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা "Women's Asian Champions Trophy 2024" -এর ম্যাসকটের নাম কি?
উত্তর:- Gudiya
7. সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ড -এর চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
উত্তর:- এস পরমেশ
8. সম্প্রতি Bandhan Bank -এর MD এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
উত্তর:- পার্থ প্রতিম সেনগুপ্ত
9. সম্প্রতি অনুষ্ঠিত Hockey India League -এর নিলামে সবথেকে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড় কে হয়েছেন?
উত্তর:- হারমানপ্রীত সিং
10. SCO Summit 2024 হোস্ট করতে চলেছে কোন দেশ?
উত্তর:- পাকিস্তান।
আরও পড়ুন:- 20th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স