সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি চলন গমন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Movement Important Questions Answers | Cholon Gomon Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে চলন গমন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Movement Important Questions Answers | Cholon Gomon Important Questions Answers।
চলন গমন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Movement Important Questions Answers | Cholon Gomon Important Questions Answers
1. উদ্দীপকের উপস্থিতিতে চলন ঘটে এমন উদ্ভিদের নাম উল্লেখ করো।
উত্তর:- লাউ, কুমড়ো গাছ।
2. উদ্দীপকের অণুপস্থিতিতে চলন ঘটে এমন উদ্ভিদের নাম উল্লেখ করো।
উত্তর:- পদ্মফুলের পাঁপড়ির চলন।
3. উদ্দীপকের উপস্থিতিতে গমন ঘটে এমন উদ্ভিদের নাম উল্লেখ করো।
উত্তর:- হাইড্রার কর্শিকা।
4. উদ্দীপকের অণুপস্থিতিতে গমন ঘটে এমন উদ্ভিদের নাম উল্লেখ করো।
উত্তর:- ক্ল্যামাইডোনাস শৈবাল।
5. উদ্ভিদের বিটপ আলোর দিকে এগিয়ে যাওয়া এটি কোন ধরনের চলনের উদাহরণ?
উত্তর:- ফটোট্রপিক চলন।
6. লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতার পত্রকগুলি সঙ্গে সঙ্গে মুড়ে যায়, এটি কোন ধরনের চলন?
উত্তর:- সিসমোন্যাস্টিক চলন।
7. ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটি কোন ধরনের চলন?
উত্তর:- কেমোট্যাক্টিক চলন।
8. উদ্ভিদের মূলের অগ্রভাগ অভিকর্ষের দিকে যায়, এটি কোন ধরনের চলন?
উত্তর:- জিওট্রপিক চলন।
9. সূর্যমুখীর ফুল আলোর দিকে ফোটে, এটি কোন ধরনের চলন?
উত্তর:- ফোটোন্যাস্টিক চলন।
10. সূর্যশিশির পাতার রোম পতঙ্গের দিকে ধ্রাবিত হয়, এটি কোন ধরনের চলন?
উত্তর:- কেমোন্যাস্টিক চলন।
11. টিউলিপ ফুল বেশী উষ্মতায় ফোটে, এটি কোন ধরনের চলন?
উত্তর:- থার্মোন্যাস্টিক চলন।
12. আকাশমণি বা তেঁতুলের পাতায় কোন ধরনের চলন লক্ষ্য করা যায়?
উত্তর:- নিকটিন্যাস্টিক চলন।
13. নুটেশন বলতে কি বোঝো?
উত্তর:- নুটেশন বলতে কান্ডের অগ্রভাগের বৃদ্ধিকে বোঝায়।
14. গমনে অক্ষম কয়েকটি প্রাণীর নাম উল্লেখ করো।
উত্তর:- স্পঞ্জ, সাগরকুসুম, প্রবাল।
15. গমনে সক্ষম কয়েকটি উদ্ভিদ নাম উল্লেখ করো।
উত্তর:- ক্ল্যামাইডোমোনস, ভলভক্স।
16. সামুদ্রিক কচ্ছপ -এর গমন অঙ্গ নাম কী?
উত্তর:- ফ্লিপার।
17. অ্যামিবা কোন সময় ক্ষণপদ সৃষ্টি করে?
উত্তর:- গমন ও খাদ্যগ্রহণের সময়।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF