সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 20th October 2024 Current Affairs in Bengali Quiz | 20th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th October 2024 Current Affairs in Bengali Quiz | 20th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
20th October 2024 Current Affairs in Bengali Quiz | 20th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব পরিসংখ্যান দিবস" (World Statistics Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 20th অক্টোবর
2. সম্প্রতি ইন্ডিয়ান নেভির Director General Medical Services হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- কবিতা সাহাই
3. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন জাতীয় উদ্যান ভারতের দ্বিতীয় প্রজাপতি বৈচিত্র্য কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে?
উত্তর:- কাজিরাঙ্গা জাতীয় উদ্যান
4. ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (ISA) অ্যাসেম্বলির সপ্তম অধিবেশন কোন শহরে আয়োজিত হতে চলেছে?
উত্তর:- নয়াদিল্লি
5. সম্প্রতি প্রকাশিত "Global Hunger Index 2024" -এ ভারতের স্থান কত তম?
উত্তর:- ১০৫ তম
6. সম্প্রতি অনুষ্ঠিত "Asian Table Tennis Championships 2024" -এ ভারতীয় পুরুষ দল কোন পদক জিতেছে?
উত্তর:- ব্রোঞ্জ মেডেল
7. সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
উত্তর:- অনিল কুমার গুপ্ত।
8. ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সিরাজ সম্প্রতি কোন রাজ্যের DSP হিসেবে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- তেলেঙ্গানা
9. সম্প্রতি India Digital Agri Conference 2024 - কোন শহরে অনুষ্ঠিত হলো?
উত্তর:- নিউ দিল্লী
10. সম্প্রতি কোন মন্ত্রণালয় "Yuva Sangam" নামক পোর্টাল লঞ্চ করেছে?
উত্তর:- শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন:- 19th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স