সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি কোলবিদ্রোহের কারণ ও ফলাফল | Cause and Effect Kol of Rebellion in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কোলবিদ্রোহের কারণ ও ফলাফল | Cause and Effect Kol of Rebellion in Bengali।
কোলবিদ্রোহের কারণ ও ফলাফল | Cause and Effect Kol of Rebellion in Bengali
❏ কোলবিদ্রোহের কারণ (Cause of Kol Rebellion):- কোলবিদ্রোহ নামে পরিচিত হলেও বিদ্রোহের প্রধান কারণ ছিল কৃষি নিয়ে অসন্তোষ। তারা কয়েকটি গ্রামকে একসঙ্গে নিয়ে একজন সর্দারের অধীনে চাষ-আবাদ করত। কিন্তু ইংরেজ শাসন শুরু হলে তাদের জমি থেকে কোলরা বিচ্যুত হয়ে পড়ে। এছাড়া ইংরেজদের ভূমিরাজস্বের হার বাড়ানো তাদের ক্ষোভ ও অসন্তোষকে বৃদ্ধি করেছিল। এরই প্রতিবাদে কোলরা ১৮৩১ খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
❏ বিদ্রোহের বিস্তার:- কোলবিদ্রোহ রাঁচি, সিংভূম, হাজারিবাগ, পালামৌ, মানভূম প্রভৃতি অঞ্চলে ব্যাপক প্রসার লাভ করেছিল।
❏ কোলবিদ্রোহের উল্লেখযোগ্য নেতা:- কোলবিদ্রোহের নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বুদ্ধু ভগত, জোয়া ভগত, সিংরাই মাংকি, বিন্দ্রাই মাংকি, সুই মুন্ডা প্রমুখ।
❏ কোলবিদ্রোহের ফলাফল (Effect of Kol Rebellion):-
● (i) ইংরেজরা সেনাবাহিনীর সাহায্যে এই বিদ্রোহ নির্মমভাবে দমন করে (১৮৩২ খ্রিস্টাব্দ)।
● (ii) এই বিদ্রোহ দমন করা হলেও এই বিদ্রোহের প্রভাবে ইংরেজ কোম্পানি ছোটনাগপুর অঞ্চলে এক নতুন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলে।
● (iii) এছাড়া এখানকার জমি জরিপ করার ব্যবস্থা করা হয় এবং সেইমতো ভূমি বন্টন ও রাজস্ব ব্যবস্থা চালু করা হয়।
● (iv) ১৮৩৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কোলদের জন্য 'দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি' নামে একটি ভূখন্ড নির্দিষ্ট করে দেয়।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF