সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 26th May 2024 Current Affairs in Bengali Quiz | 26th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th May 2024 Current Affairs in Bengali Quiz | 26th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
26th May 2024 Current Affairs in Bengali Quiz | 26th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. বিশ্বে প্রথম কোন দেশে 3D প্রিন্টেড মসজিদ তৈরি হলো?
উত্তর:- সৌদি আরব
2. সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি Ebrahim Raisi হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হলেন?
উত্তর:- ইরান
3. ভারতের কোন রাজ্যে AI পরিচালিত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু হতে চলছে?
উত্তর:- সিকিম
4. সম্প্রতি Wipro কোম্পানির চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- সঞ্জীব জৈন
5. সম্প্রতি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন Lai Ching-te?
উত্তর:- তাইওয়ান
6. ভারতের কোথায় উচ্চতম Tank Repair Facilities প্রতিষ্ঠা করলো ইন্ডিয়ান আর্মি?
উত্তর:- লাদাখ
7. ভারতের কোন রাজ্যের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলছে?
উত্তর:- ত্রিপুরা
8. সম্প্রতি কোন রাজ্য সরকার দূর্যোগ ব্যবস্থাপনার জন্য "DRIMS" প্ল্যাটফর্ম লঞ্চ করেছে?
উত্তর:- আসাম
9. সম্প্রতি কোন দেশের পর্বতারোহী সিরবাজ খান অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন?
উত্তর:- পাকিস্তান
10. International Aluminium Institute -এর ভাইস চেয়ারম্যান পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- জন স্লাভেন।
আরও পড়ুন:- 25th মে 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স