ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Physical Science Important Question Answer

 

ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Physical Science Important Question Answer
ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Physical Science Important Question Answer


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Physical Science Important Question Answer. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Physical Science Important Question Answer



.Join Telegram Channel-Click Here.


ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Physical Science Important Question Answer

❏ অণু কি?


➨ অণু হল মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের গুণাগুণ বজায় থাকে। 


❏ অক্ষাংশ কি?


➨ নিরক্ষবৃত্ত থেকে উত্তর বা দক্ষিণে যে কোন জায়গার কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে।


❏ অটোমেশান কি?


➨ মানুষের শক্তিকে কাজে না লাগিয়ে যান্ত্রিক পদ্ধতি প্রয়ােগ করে কাজ সম্পন্ন হওয়াকে অটোমেশান বলে। 


❏ অডিও ভিসুয়াল কি?


➨ যে মাধ্যমের সাহায্যে শ্রবণ ও দর্শন এই দুই কাজই হয় তাকেই অডিও - ভিসুয়াল বলা হয়ে থাকে। যেমন- টেলিভিসন ও সিনেমা এর দৃষ্টান্ত।


❏ অক্ষরেখা কি?


➨ নিরক্ষেরেখার সমান্তরালে ১০ ডিগ্রী অন্তর কল্পিত রেখাকে অক্ষরেখা বলা হয়ে থাকে।


❏ অরিগামি কি?


➨ কাগজের সাহায্যে নানা ধরনের ফুল, পাখি ইত্যাদি তৈরির পদ্ধতিকে অরিগামি বলা হয়ে  থাকে। এটা একটি জাপানী পদ্ধতি।


❏ অলিম্পিক কি?


➨ খ্রীষ্টপূর্ব ৭৭৬ অব্দে প্রাচীন গ্রীসের অলিম্পিয়ায় অনুষ্ঠিত খেলাধুলাের নামই হলো অলিম্পিক ক্রীড়া। ১৮৯২ সালে, ফ্রান্সের ব্যারন পিয়ের দ্য কুবার্তিন আবার এই খেলার অনুষ্ঠান শুরু করার চেষ্টা চালান। এর ফলে ১৮৯৬ সাল থেকে জন্ম নেয় আধুনিক কালের অলিম্পিক অনুষ্ঠান। এই খেলা অনুষ্ঠিত হয় চার বছর অন্তর। বিশ্বযুদ্ধের জন্য অলিম্পিক ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালে বন্ধ ছিল।


❏ অজন্তা গুহা কি?


➨ মহারাষ্ট্র প্রদেশের জলগাঁও স্টেশনের ৫৫ কি.মি. দূরে দ্বিতীয় শতক থেকে সপ্তম শতক পর্যন্ত পাহাড়ি গুহায় অঙ্কিত রয়েছে জাতক ও বুদ্ধদেবের জীবন কাহিনী। এটিই হলো অজন্তা গুহা। 


❏ অঙ্গার বা কার্বন কি?


➨ অঙ্গার বা কার্বন একটি অধাতব পদার্থ। কার্বনের কিছু অজৈব পদার্থ আর সব জৈব পদার্থের মধ্যে পাওয়া যায়। হীরক ও গ্রাফাইট হলো খাঁটি কার্বনের উদাহরণ। 


❏ অক্সাইড কি?


➨ যে কোন মৌলিক পদার্থ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ পদার্থ উৎপন্ন করে তাকেই বলা হয়ে থাকে মৌলিক পদার্থটির অক্সাইড। 


❏ অপসূর ও অনুসূর কি?


➨ পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর দূরত্ব সমান থাকে না। ৪ জুলাই দূরত্ব সর্বাধিক হয়, প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কি. মি., এর নাম অপসূর। এবং ৪ জানুয়ারি দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কি.মি.। এটাই অনুসূর অবস্থান।


❏ অলটিমিটার কি?


➨ অলটিমিটার হল উচ্চতা পরিমাপক যন্ত্র বিশেষ।


❏ অস্কার পুরস্কার কি?


➨ আমেরিকার শ্রেষ্ঠতম চলচ্চিত্র পুরস্কারের নাম হলো অস্কার পুরস্কার।


❏ অকপাখি কি?


➨ উত্তর ইউরােপের হাঁস জাতীয় ছােট ডানাযুক্ত পাখিই হলো অক। 


❏ অক্টোপাস কি?


➨ অক্টোপাস হলো আটটি পা বিশিষ্ট বিশেষ এক প্রকার সামুদ্রিক প্রাণী। অক্টোপাস প্রায় সমস্ত সমুদ্রেই দেখা যায়। 

Previous Post Next Post