1000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF | Geography Questions and Answers in Bengali PDF

 

1000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF | Geography Questions and Answers in Bengali PDF
1000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF | Geography Questions and Answers in Bengali PDF

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 1000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF | Geography Questions and Answers in Bengali PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF | Geography Questions and Answers in Bengali PDF



1000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF | Geography Questions and Answers in Bengali PDF

1. আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত?

উওর:- সপ্তম। 

2. খনিজ তেলের দুটি উপজাত দ্রব্যের নাম উল্লেখ করো।

উওর:- পিচ ও ন্যাপথা।


3. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?

উওর:- অরুণাচল প্রদেশ

4. পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী?

উওর:- সাহারা।

5. ভারতের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?

উওর:- কটক।

6. সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (সি.আর.আর.আই) কবে প্রতিষ্ঠিত হয়?

উওর:- সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (সি.আর.আর.আই) 1946 সালে বিধিধরপুর, ওডিশার কটকের কাছে প্রতিষ্ঠিত হয়।

7. UP-308 প্রকার বিশেষ কোন শষ্যের?

উওর:- গম।

8. U.P. 308 বা মেক্সিকান বামন গম কোথায় চাষ করা হয়?

উওর:- U.P. 308 বা মেক্সিকান বামন গম বিহারের দারভাঙ্গা জেলায় চাষ করা হয়।

9. সকাল 5 টায় (অরুণাচল প্রদেশ) তিরপে  যদি সূর্য ওঠে তবে গুজরাটের কান্দলায় সূর্যটি কোন সময় (আই.এস.টি) উঠবে?

উওর:- সকাল 7: 00 টায়।

10. এলাচ পাহাড় অবস্থিত কোন রাজ্যের সীমান্তে?

উওর:- কেরল ও তামিলনাড়ু।

11. এলাচ পাহাড়ের নামকরণের কারণ কি?

উওর:- এলাচ পাহাড়ের নামটি এলাচ মশলার থেকে হয়েছে। যা এই পাহাড়ে প্রচুর পরিমাণে জন্মে।

12. শ্রীহরিকোটা দ্বীপটি কোথায় অবস্থিত?

উওর:- অন্ধ্র প্রদেশের পুলিকট হ্রদের কাছে অবস্থিত।

13. সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত?

উওর:- সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহারিকোটায় অবস্থিত।


14. একটি বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনার নাম লেখো।

উওর:- দামোদর উপত্যকা পরিকল্পনা।

15. ভারতের কোন অংশে দন্ডকারণ্য অবস্থিত?

উওর:- দন্ডকারণ্য দক্ষিণ ভারতের উপদ্বীপ মালভূমির অংশ।

16. ঝুম চাষ কারা করে থাকে?

উওর:- খাসী উপজাতি।

17. খাসী উপজাতি ভারতের কোথায় বাস করে?

উওর:- উত্তর পূর্বে মেঘালয় রাজ্যে।

18. স্থানান্তর চাষ কারা করে থাকে?

উওর:- খাসী উপজাতি।

19. ভারতের কোন অংশে প্রতিদিনের তাপমাত্রার পরিমাণ সর্বোচ্চ?

উওর:- রাজস্থানের মরুভূমি।

20. কোন নদী একটি ভগ্ন উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে?

উওর:- তাপী।


PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন


File Details:-

File Name:-  Geography Questions and Answers in Bengali PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download

Previous Post Next Post