সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 5th August 2024 Current Affairs in Bengali Quiz | 5th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th August 2024 Current Affairs in Bengali Quiz | 5th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।
5th August 2024 Current Affairs in Bengali Quiz | 5th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. 'কমিং এজ ইন্ডিয়া মিউজিয়ামে স্টেট মিউজিয়াম কনফারেন্স' কে উদ্বোধন করলেন?
উত্তর:- গজেন্দ্র সিং শেখাওয়াত
2. প্যারিস অলিম্পিক 2024 -এ ভারত এখনও পর্যন্ত কতটি পদক জিতেছে?
উত্তর:- 3টি ব্রোঞ্জ পদক
3. Min Aung Hlaing সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন?
উত্তর:- মায়ানমার
4. সম্প্রতি কে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের DGP পদে নিযুক্ত হলেন?
উত্তর:- HGS ধালিওয়াল
5. ভারতের কোন রাজ্যে থিঙ্ক ট্যাঙ্ক GRIT তৈরি হতে চলেছে?
উত্তর:- গুজরাট
6. ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে "Quick Impact Project and Digital Solutions" নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- লাওস
7. সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পাওয়া 'Nelson Mandela Legacy Sites' কোন দেশে অবস্থিত?
উত্তর:- দক্ষিণ আফ্রিকা
8. সম্প্রতি ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ ২০২৪ শিরোপা জিতলো কোন দেশ?
উত্তর:- শ্রীলঙ্কা
9. সন্তোষ গাংওয়ার সম্প্রতি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- ঝাড়খণ্ড
10. সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পাওয়া 'Sado Island Gold Mines' কোন দেশে অবস্থিত?
উত্তর:- জাপান।
আরও পড়ুন:- 4th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স