সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 4th August 2024 Current Affairs in Bengali Quiz | 4th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th August 2024 Current Affairs in Bengali Quiz | 4th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।
4th August 2024 Current Affairs in Bengali Quiz | 4th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. প্যারিস অলিম্পিক 2024 এ পুরুষদের 50 মিটার রাইফেল 3P ইভেন্টে স্বপ্নিল কুসলে কোন পদক জিতেছিলেন?
উত্তর:- ব্রোঞ্জ
2. সম্প্রতি কোন দেশ বহুজাতিক বিমান মহড়া, 'Taranga Shakti 2024' আয়োজন করতে চলেছে?
উত্তর:- ভারতে
3. রোহন বোপান্না কোন টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করার পর ভারতীয় টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করেন?
উত্তর:- প্যারিস অলিম্পিক
4. Rapido কোন দেশের স্টার্টআপ ২০২৪ সালে সর্বপ্রথম ইউনিকর্ন হতে চলেছে?
উত্তর:- ভারত
5. আসাম রাইফেলসের নতুন মহাপরিচালক হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন কে?
উত্তর:- বিকাশ লাখেরা (Vikas Lakhera)
6. সম্প্রতি কে মেডিক্যাল সার্ভিসের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- সাধনা সাক্সেনা নায়ার
7. বৈশ্বিক কৃষি রপ্তানি সূচকে ভারতের স্থান কত? (Global Agriculture Export Index)
উত্তর:- 8 তম
8. কৃষি অর্থনীতিবিদদের ৩২তম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তর:- নয়াদিল্লি
9. এয়ার ইন্ডিয়া সম্প্রতি নিরাপত্তার কারণে কোন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে?
উত্তর:- তেল আবিব (Tel Aviv)
10. দুই দিনব্যাপী গভর্নর সম্মেলনে সভাপতিত্ব করলেন কে?
উত্তর:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আরও পড়ুন:- 3rd আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স