সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 7th August 2024 Current Affairs in Bengali Quiz | 7th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 7th August 2024 Current Affairs in Bengali Quiz | 7th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।
7th August 2024 Current Affairs in Bengali Quiz | 7th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি কোন শহরে "All India Education Conference 2024" আয়োজিত হলো?
উত্তর:- নিউ দিল্লি
2. সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে তৃতীয়বারের জন্য পুনঃনির্বাচিত হলেন কে?
উত্তর:- Nicolas Maduro.
3. প্যারিস 2024 অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে হবেন?
উত্তর:- মনু ভাকের
4. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন?
উত্তর:- ফিজি
5. BIMSTEC বিজনেস সামিট কোন দেশ আয়োজন করতে চলেছে?
উত্তর:- ভারত
6. মন্ডো ডুপ্ল্যান্টিস, যিনি প্যারিস 2024 অলিম্পিকে পুরুষদের পোল ভল্ট স্বর্ণপদক জিতেছেন, তিনি কোন দেশের ক্রীড়াবিদ?
উত্তর:- সুইডেন
7. কে ই-প্রমাণ, ন্যায় সেতু, ন্যায় শ্রুতি এবং ই-সমন্স অ্যাপ চালু করেছেন?
উত্তর:- অমিত শাহ
8. জুন 2024 পর্যন্ত PM-KUSUM যোজনা থেকে উপকৃত কৃষকের মোট সংখ্যা কত?
উত্তর:- 4,11,222 জন
9. সম্প্রতি 54th International Physics Olympiad 2024 কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তর:- ইরান
10. সম্প্রতি কোন ভারতীয় সামরিক বাহিনী ‘Suvidha Software Version 1.0’ লঞ্চ করেছে?
উত্তর:- ইন্ডিয়ান কোস্ট গার্ড।
আরও পড়ুন:- 6th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স