10th August 2024 Current Affairs in Bengali Quiz | 10th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

10th August 2024 Current Affairs in Bengali Quiz | 10th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
10th August 2024 Current Affairs in Bengali Quiz | 10th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 10th August 2024 Current Affairs in Bengali Quiz | 10th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 10th August 2024 Current Affairs in Bengali Quiz | 10th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




10th August 2024 Current Affairs in Bengali Quiz | 10th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                          

 1. সম্প্রতি প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?

উওর:- পশ্চিমবঙ্গ

2. ফরচুন গ্লোবাল 500 তালিকায় সর্বোচ্চ স্থান অধিকারী ভারতীয় কোম্পানি কোনটি?

উওর:- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ


3. RBI টানা নবম বার রেপো রেটে কোনও পরিবর্তন করেনি, রেপো রেট কত?

উওর:- 6.25%

4. ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি লাদাখে কোন মহড়া করেছে?

উওর:- 'পর্বত প্রহর' ("Parvat Prahar")

5. সম্প্রতি প্রকাশিত 2023 সালে 'সেরা পর্যটন গ্রাম' হিসাবে স্বীকৃতি পেয়েছে কয়টি গ্রাম?

উওর:- 25

6. 2024 সালের প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া কোন পদক জিতেছেন?

উওর:- রূপো

7. ভারতীয় পুরুষ হকি দল প্যারিস অলিম্পিকে কোন পদক জিতেছে?

উওর:- ব্রোঞ্জ পদক

8. কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন দুটি রাজ্যে নতুন ময়ূর অভয়ারণ্য স্থাপন করেছে?

উওর:- কর্ণাটক এবং কেরালা


9. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক UPI পেমেন্ট সীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত করেছে?

উওর:- 5 লক্ষ টাকা

10. অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে মনু ভাকেরের সাথে দ্বিতীয় ভারতীয় পতাকা বহনকারী কে হবেন?

উওর:- PR Sreejesh.

 


Previous Post Next Post