সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 11th August 2024 Current Affairs in Bengali Quiz | 11th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 11th August 2024 Current Affairs in Bengali Quiz | 11th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ।
11th August 2024 Current Affairs in Bengali Quiz | 11th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি কোন রাজ্য সরকার 'অ্যাটেন্ডেন্স' (Attendance) পোর্টাল চালু করেছে?
উওর:- ছত্তিশগড়
2. প্যারিস অলিম্পিক 2024 -এ পুরুষদের 57 কেজি ফ্রিস্টাইলে কোন ভারতীয় কুস্তিগীর ব্রোঞ্জ পদক জিতেছেন?
উওর:- আমান সেহরাওয়াত
3. প্যারিস অলিম্পিক 2024 -এ নীরজ চোপড়া কোন পদক জিতেছেন?
উওর:- রৌপ্য
4. ভারত সরকার কোন দিন থেকে 'হর ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga) উদ্যোগ চালু করেছেন?
উওর:- 9th আগস্ট
5. সম্প্রতি কে 'Miss Nepal World 2024' খেতাব জিতলেন?
উওর:- আশমা কুমারী কেসি
6. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা SA20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?
উওর:- দীনেশ কার্তিক
7.সম্প্রতি কোন দেশের জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারত সরকার ৫,৭৯২ কোটি টাকা অনুমোদন করেছে?
উওর:- নেপাল
9.সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া 'Badain Jaran Desert' কোন দেশে অবস্থিত?
উওর:- চীন
10.সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে. কৈলাসনাথন?
উওর:- পুদুচেরি।
আরও পড়ুন:- 10th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স