সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | General Knowledge Book All Competitive Exam PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | General Knowledge Book All Competitive Exam PDF।
100+ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | General Knowledge Book All Competitive Exam PDF
1. পাশ্চাত্য শিক্ষার উগ্র সমর্থক কে ছিলেন?
উত্তর:- টমাস মেকলে।
2. কোন যুদ্ধের পর ব্রিটিশরা প্রত্যক্ষভাবে ভারত শাসন করতে শুরু করেছিল?
উত্তর:- সিপাহি বিদ্রোহ।
3. ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায়?
উত্তর:- ১৮৫৮ সালে।
4. মােহনদাস করমচাঁদ গান্ধীকে কে “মিকি মাউস’ আখ্যা দিয়েছিলেন?
উত্তর:- সরােজিনী নাইডু।
5. অ্যানি বেসান্ত -র হােমরুল আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল?
উত্তর:- মাদ্রাজ।
6. আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- পণ্ডিতা রমাবাঈ।
7. আন্দামান দ্বীপপুঞ্জের বিখ্যাত কারাগারের নাম কী?
উত্তর:- সেলুলার
8. ভাকরা ও নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
উত্তর:- শতদ্র।
9. 'আহার' নদী ভারতের কোন রাজ্যে আছে?
উত্তর:- রাজস্থান।
10. ওড়িশার দামনজোড়ি কীজন্য বিখ্যাত?
উত্তর:- অ্যালুমিনিয়াম।
11. মান্নার উপসাগরটি কোথায় আছে?
উত্তর:- তামিলনাড়ুর পূর্বে।
12. ইউরােপের রূঢ় উপত্যকায় প্রধান খনিজ সম্পদ কোনটি?
উত্তর:- কয়লা।
13. বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে?
উত্তর:- সেন্ট লরেন্স।
14. কোন দেশটি টিউলিপ ফুলের জন্য বিখ্যাত?
উত্তর:- হল্যান্ড।
15. কোন আফ্রিকান দেশে 'সিনাই পেনিনসুলা' আছে?
উত্তর:- মিশর।
16. ব্রাজিল মালভূমি ও আন্দিজ পর্বতের মধ্যে সংযােগরক্ষাকারী মালভূমির নাম উল্লেখ করো।
উত্তর:- মতােগ্রাসাে।
17. প্রথম বিরােধীদলনেতা হিসাবে কে লােকসভায় তার আসন পান?
উত্তর:- যশবন্তরাও বলবন্তরাও চবন।
18. সবথেকে কম কত বছর বয়সে কোনাে ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন?
উত্তর:- ২৫ বছর।
19. লােক আদালতের জনক কে ছিলেন?
উত্তর:- সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পি.এন.ভগবতী।
20. লােকসভার জিরাে আওয়ারের মেয়াদকাল কতদিনের?
উত্তর:- অনির্দিষ্ট।
21. রাষ্ট্রপতির বক্তৃতা কে তৈরি করেন?
উত্তর:- প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- General Knowledge Book All Competitive Exam PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive