PSC মিসলেনিয়াস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PSC Miscellaneous Exam Questions Answers

PSC মিসলেনিয়াস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PSC Miscellaneous Exam Questions Answers
PSC মিসলেনিয়াস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PSC Miscellaneous Exam Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি PSC মিসলেনিয়াস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PSC Miscellaneous Exam Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে PSC মিসলেনিয়াস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PSC Miscellaneous Exam Questions Answers।




PSC মিসলেনিয়াস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PSC Miscellaneous Exam Questions Answers

1. 'বজ্রযানসাধনাঃ গ্রন্থের রচয়িতা কে?

উওর:- অতীশ দীপঙ্কর।

2. তিব্বতের মানুষ দীপঙ্কর শ্রীজ্ঞানকে কী নামে জানত?


উওর:- অতীশ নামে।

3. চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম কি?

উওর:- ক্যাস্ত।

4. সুশ্ৰুত সংহিতা কে রচনা করেন?

উওর:- সুশ্ৰুত।


5. 'হরিলতা' গ্রন্থের প্রণেতা কে?

উওর:- অনিরুদ্ধ।

6. মৌর্য যুগের একটি সামুদ্রিক বন্দরের নাম লেখো।

উওর:- ভৃগুকচ্ছ

7. গুপ্ত যুগের একটি সামুদ্রিক বন্দরের নাম লেখ।

উওর:- তাম্রলিপ্ত।

8. সম্রাট অশোক কতগুলি স্তুপ নির্মাণ করেছিলেন?

উওর:- ৮৪ হাজার।

9. 'মনুসংহিতা' কি?

উওর:- মনুর রচিত একটি গ্রন্থ।

10. 'গড়র স্তম্ভ' কে নির্মাণ করেন?

উওর:- শুঙ্গ রাজা ভাগভদ্র।

11. আত্রেয় কীজন্য বিখ্যাত?

উওর:- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর বিখ্যাত চিকিৎসক।

12. পঞ্চতন্ত্রের কাহিনী কে রচনা করেন?


উওর:- বিষ্ণুগুপ্ত।

13. ইলোরার গুহা মন্দির কোন যুগে নির্মিত হয়?

উওর:- গুপ্ত যুগে।

14. ভারতের কোন অঞ্চলে রোমান স্বর্ণমুদ্রা ও রৌপ্যমুদ্রা পাওয়া গেছে?

উওর:- দক্ষিণ ভারতে।

15. 'শূন্য তত্ত্বের' আবিষ্কারক কে?

উওর:- নাগার্জুন।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post