WB PSC ক্লার্কশিপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PSC Clerkship Exam Questions Answers

WB PSC ক্লার্কশিপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PSC Clerkship Exam Questions Answers
WB PSC ক্লার্কশিপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PSC Clerkship Exam Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি WB PSC ক্লার্কশিপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PSC Clerkship Exam Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WB PSC ক্লার্কশিপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PSC Clerkship Exam Questions Answers।




WB PSC ক্লার্কশিপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | PSC Clerkship Exam Questions Answers

1. সেন বংশের শেষ রাজা কে?

উওর:- লক্ষণ সেন।

2. 'দায়ভাগ' গ্রন্থের রচয়িতা কে?

উওর:- জীমূতবাহন।


3. দেবতাদের নগর কোন স্থানকে বলা হত?

উওর:- রামাবতীকে।

4. মহাবলীপুরমের মন্দির কাদের স্থাপত্য কীর্তি?

উওর:- পল্লব রাজগণের।

5. কত খ্রিস্টাব্দে অতীশ দীপঙ্কর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?

উওর:- ১০৫৩ খ্রিস্টাব্দে।

6. কত বছর বয়সে অতীশ দীপঙ্কর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?

উওর:- 73 বছর বয়সে।


7. মণিনাগ মন্দির কোথায় অবস্থিত?

উওর:- রাজগৃহে।

8. মহাবিভাষ কী?

উওর:- বৌদ্ধদর্শনের বিশ্বকোশ।

9. 'কাদম্বরী কথাসাগর' কে রচনা করেন?

উওর:- গৌড় অভিনন্দ।

10. চোল আমলে দক্ষিণ ভারতের ধাতু মূর্তিগুলিতে কোন ধাতু ব্যবহৃত হতো?

উওর:- অষ্টধাতু।

11. দক্ষিণ ভারতীয় স্থাপত্যের জন্মভূমি কোন স্থানকে বলা হয়?

উওর:- মহাবলীপুরমকে।


12. কোন শাসক কোনারকের সূর্য মন্দির নির্মাণ করেন?

উওর:- নরসিংহবর্মন।

13. পাল যুগের শ্রেষ্ঠ বন্দর কোনটি?

উওর:- তাম্রলিপ্ত বন্দর।

14. রামানুজের অনুগামীদের কি বলা হত?

উওর:- শ্রীসম্প্রদায়।

15. পাল যুগে পূর্ব ভারতের বিশ্ববিদ্যালয়টির নাম কি?

উওর:- বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post