ICDS পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | ICDS Exam Questions Answers

ICDS পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | ICDS Exam Questions Answers
ICDS পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | ICDS Exam Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ICDS পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | ICDS Exam Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ICDS পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | ICDS Exam Questions Answers।




ICDS পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | ICDS Exam Questions Answers

1. অমরকোষ কার রচনা?

উওর:- অমরসিংহের।

2. 'পরম ভাগবত' উপাধি কে গ্রহণ করেন?

উওর:- দ্বিতীয় চন্দ্ৰগুপ্ত।


3. শক্তির উপাসকদের কি বলা হত?

উওর:- শাক্ত।

4. কুষাণ যুগের শ্রেষ্ঠ নাট্যকার কে?

উওর:- ভাস।

5. ভাসের রচিত একটি নাটকের নাম উল্লেখ করো।

উওর:- স্বপ্নবাসবদত্তা।

6. সাতবাহনদের সরকারি ভাষা কি ছিল?

উওর:- প্রাকৃত।

7. ময়ূর কে?

উওর:- হর্ষবর্ধনের সভাসদ।


8. মন্ডলম কী?

উওর:- চোল সাম্রাজ্যকে মন্ডলম বলা হয়।

9. পাল যুগের শ্রেষ্ঠ কবি কে?

উওর:- সন্ধ্যাকর নন্দী।

10. শৈলেন্দ্র রাজাদের শ্রেষ্ঠ সৃষ্টি কি?

উওর:- বরবুদুরের বৌদ্ধস্তূপ।

11. পৃথিবীর বৃহত্তম শিবমন্দিরটির নাম কি?

উওর:- রেয়নের শিবমন্দির।


12. কোন চোল রাজা যবদ্বীপ অধিকার করেছিলেন?

উওর:- প্রথম রাজেন্দ্র চোল।

13. সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে?

উওর:- শূলপাণি।

14. অভয়করগুপ্ত কে ছিলেন?

উওর:- বিক্রমশীলা মহাবিহারের প্রথম আচার্য।

15. গান্ধার শিল্পের বিকাশ কখন হয়?

উওর:- কুষাণ আমলে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post