সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি RRB NTPC জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | RRB NTPC General Knowledge Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে RRB NTPC জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | RRB NTPC General Knowledge Questions Answers।
RRB NTPC জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | RRB NTPC General Knowledge Questions Answers
1. ষষ্ঠ বিক্রমাদিত্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
উওর:- ১০৭৬ খ্রিস্টাব্দে।
3. ষষ্ঠ বিক্রমাদিত্য কোন বংশের রাজা ছিলেন?
উওর:- কল্যাণের চালুক্য বংশের।
4. চোল বংশের প্রথম ঐতিহাসিক রাজা কে?
উওর:- কারিকল
5. প্রাচীন ভারতের কোন রাজা শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ-বাহিনী পাঠান?
উওর:- রাজেন্দ্র চোল।
6. কে দন্তীদুর্গকে ‘পৃথিবী বল্লভ’ উপাধিতে ভূষিত করেছিলেন?
উওর:- চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্য।
7. দন্তীদুর্গ কি উপাধি ধারণ করেছিলেন?
উওর:- মহারাজাধিরাজ।
8. 'রত্নমালিকা' কার লেখা?
উওর:- প্রথম অমোঘবর্ষের।
9. 'কবিরাজমার্গ' কার লেখা?
উওর:- প্রথম অমোঘবর্ষের।
10. 'বিচিত্র চিত্ত' নামে কে পরিচিত?
উওর:- প্রথম মহেন্দ্ৰবর্মন।
11. মনুসংহিতায় কয় প্রকার বিবাহের উল্লেখ আছে?
উওর:- আট প্রকার।
12. 'জোষ্ঠিক' বা 'শ্রেষ্ঠীন' কী?
উওর:- প্রাচীনকালে শহরের ধনী বণিকদের বলা হত শ্রেষ্ঠীন।
13. 'পতিত ক্ষত্রিয়' বলতে কী বোঝ?
উওর:- মৌর্যোত্তর যুগে নবাগত বিদেশিদের 'পতিত ক্ষত্রিয়' বলা হয়।
14. জাতকে কত ধরনের শিল্পের উল্লেখ আছে?
উওর:- মোট 18 রকমের।
15 'বৃহৎসংহিতা' কার রচনা?
উওর:- বরাহমিহিরের।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF