5th October 2024 Current Affairs in Bengali Quiz | 5th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

5th October 2024 Current Affairs in Bengali Quiz | 5th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
5th October 2024 Current Affairs in Bengali Quiz | 5th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 5th October 2024 Current Affairs in Bengali Quiz | 5th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th October 2024 Current Affairs in Bengali Quiz | 5th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




5th October 2024 Current Affairs in Bengali Quiz | 5th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. "বিশ্ব শিক্ষক দিবস" (World Teachers Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 5th অক্টোবর

2. সম্প্রতি কে পরম রুদ্র সুপার কম্পিউটার চালু করেছেন?

উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


3. ভানলালভাওয়ানা সম্প্রতি কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- কম্বোডিয়া

4. শিগেরু ইশিবা সম্প্রতি কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন?

উত্তর:- জাপান

5. সম্প্রতি 5G O-RAN টেস্টিং ল্যাব কে উদ্বোধন করলেন?

উত্তর:- জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া

6. বিজনেস ক্লাস ট্রাভেল প্রচারের জন্য ট্রাভেল কোম্পানি MakeMyTrip কয়টি এয়ারলাইন্সের সাথে অংশীদারিত্ব করেছে?

উত্তর:- 10টি।

7. বিচারপতি সুরেশ কুমার কাইত সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন?

উত্তর:- মধ্যপ্রদেশ


8. সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- S.P. ধরকার (S.P. Dharkar)

9. সম্প্রতি কোন ব্যাঙ্ক EaseMyTrip -এর সাথে অংশীদারিত্বে একটি কো-ব্র্যান্ডেড ট্রাভেল ডেবিট কার্ড চালু করেছে?

উত্তর:- ব্যাঙ্ক অফ বরোদা

10. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী ওয়েব পোর্টাল "পরিধি 24x25" এবং এআই ট্যাক্সোনমি ই-বুক চালু করেছেন?

উত্তর:- গিরিরাজ সিং।

আরও পড়ুন:- 4th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post