রাজা হর্ষবর্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | King Harshavardhana Related Questions Answers

 

রাজা হর্ষবর্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | King Harshavardhana Related Questions Answers

রাজা হর্ষবর্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | King Harshavardhana Related Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি রাজা হর্ষবর্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | King Harshavardhana Related Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রাজা হর্ষবর্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | King Harshavardhana Related Questions Answers।




রাজা হর্ষবর্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | King Harshavardhana Related Questions Answers

 1. রাজা হর্ষবর্ধন কত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন?

উত্তর:- ১৬ বছর

2. হর্ষবর্ধন কাদের সাহায্যে বোন রাজ্যশ্রীকে বিন্ধ্যপর্বত থেকে উদ্ধার করেছিলেন?

উত্তর:- স্থানীয় উপজাতি


3. শশাঙ্কের সাথে যুদ্ধের সময় হর্ষবর্ধন যখন অনুপস্থিত ছিল তখন যুদ্ধের দায়িত্বভার কে গ্রহন করেছিলেন?

উত্তর:- মন্ত্রী ভান্ডি

4. হর্ষবর্ধন এর সাথে মিত্রতা স্থাপন করেছিলেন কে?

উত্তর:- কামরূপের রাজা ভাস্করবর্মা

5. কোন রাজা হর্ষবর্ধন এর সাথে বশ্যতামূলক মিত্রতা নীতি গ্রহন করেছিল?

উত্তর:- গুজরাটের বলভীর রাজা ধ্রুবসেন

6. কার শিলালিপি তে হর্ষবর্ধনকে সকলোত্তরপথনাথ বলে অভিহিত করা হয়েছে?

উত্তর:- চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী।

7. হর্ষবর্ধন এর উপাধিগুলি উল্লেখ করো?

উত্তর:- সকলোত্তরপথনাথ, শিলাদিত্য, রাজকুমার, মগধরাজ।

8. হর্ষবর্ধন কোন বিশ্ববিদ্যালয় এর সাথে যুক্ত ছিলেন?

উত্তর:- নালন্দা বিশ্ববিদ্যালয়

9. হর্ষবর্ধন এর রাজধানীর নাম কি ছিল? হর্ষবর্ধন কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন?

উত্তর:- কনৌজ


10. হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর যে মেলাটির প্রচলন করেছিলেন তার নাম কি?

উত্তর:- মহামোক্ষ পরিষদ

11. মহামোক্ষ পরিষদ নামক মেলাটি কতদিন ধরে চলত?  

উত্তর:- তিন মাস

12. মহামোক্ষ পরিষদ নামক মেলা কোথায় হত?

উত্তর:- গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে প্রয়াগ

13. যে প্রান্তরে মহামোক্ষ পরিষদ নামক মেলাটি হত তার নাম কি ছিল?

উত্তর:- দানক্ষেত্র বা সন্তোষক্ষেত্র

14. হর্ষবর্ধন রচিত পুস্তকগুলির নাম উল্লেখ করো?

উত্তর:- নাগানন্দ, প্রিয়দর্শিকা, রত্নাবলি

15. হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন?

উত্তর:- পূষ্যভুতি বংশের

16. হর্ষবর্ধন কত খ্রীস্টাব্দে সিংহাসনে বসেন?

উত্তর:- ৬০৬ খ্রীস্টাব্দে

17. হর্ষবর্ধন একটি নতুন বর্ষ গননার প্রচলন করেছিলেন এর নাম কী?

উত্তর:- হর্ষাব্দ

18. সিংহাসনে বসার পর হর্ষবর্ধন কোন উপাধি গ্রহন করেছিলেন?

উত্তর:- শিলাদিত্য

19. হর্ষবর্ধন রচিত নাটকটির নাম কী?

উত্তর:- রত্নাবলী

20. ভান্ডি কোন রাজার সচিব ছিলেন?

উত্তর:- হর্ষবর্ধন

21. মধুবনি তাম্রপট থেকে কার রাজত্বকাল সম্পর্কে বহু তথ্য জানা যায়?

উত্তর:- হর্ষবর্ধন

22. হিউয়েন সাঙ কার আমলে ভারতবর্ষে এসেছিলেন?

উত্তর:- হর্ষবর্ধন

23. জয়সেন, ময়ূর, দিবাকর, কবি মৌর্য ও কবি ভতুহরি কার রাজসভা অলংকৃত করেছিলেন?

উত্তর:- হর্ষবর্ধন

24. পুষ্যভুতি বংশের রাজারা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?

উত্তর:- বৈশ্য


25. পুষ্যভুতি বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?

উত্তর:- প্রভাকর বর্ধন

26. পুষ্যভুতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- পুষ্যভুতি (পুষ্যভুতি-নরবর্ধন-রাজ্যবর্ধন-
আদিত্যবর্ধন-প্রভাকরবর্ধন-(রাজ্যবর্ধন)- হর্ষবর্ধন।
পুষ্যভুতি থেকে আদিত্যবর্ধন পর্যন্ত সবাই গুপ্ত সম্রাটদের অধীনে সামন্তরাজা হিসাবে ছিলেন)

27. প্রভাকর বর্ধন -এর উপাধি কি ছিল?

উত্তর:- পরমভট্টরক মহারাজাধিরাজ ও প্রতাপশীল

28. শেষ বৌদ্ধধর্মালম্বী সম্রাটের নাম কর যিনি সংস্কৃত বিশারদ ও লেখক ছিলেন?

উত্তর:- হর্ষবর্ধন

29. আর্যমঞ্জুশ্রীমূলকল্পে উল্লেখিত পুন্ডবর্ধনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

উত্তর:- শশাঙ্ক ও হর্ষবর্ধন

30. হর্ষবর্ধন এর সভাকবির নাম কী ছিল?

উত্তর:- বানভট্ট

31. বানভট্টের লেখা গ্রন্থগুলির নাম উল্লেখ করো?

উত্তর:- কাদম্বরী ও হর্ষচরিত

32. হর্ষবর্ধন এর জীবনী ও রাজত্বকাল সম্পর্কে বিশদভাবে কোন গ্রন্থ থেকে জানা যায়?

উত্তর:- বানভট্টের হর্ষচরিত

33. সুপ্রভাত ও অষ্টাশ্রয়ী নামক দুটি বৌদ্ধ কবিতা কে লিখেছিলেন?

উত্তর:- হর্ষবর্ধন

34. জাতকমালা কার রাজত্বকালে রচিত হয়েছিল?

উত্তর:- হর্ষবর্ধন

35. হর্ষবর্ধন এর দাদার নাম ছিল?

উত্তর:- রাজ্যবর্ধন।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post