ভারতের রাষ্ট্রপতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | President of India Related Questions and Answers

 

ভারতের রাষ্ট্রপতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | President of India Related Questions and Answers
ভারতের রাষ্ট্রপতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | President of India Related Questions and Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতের রাষ্ট্রপতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | President of India Related Questions and Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের রাষ্ট্রপতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | President of India Related Questions and Answers।




ভারতের রাষ্ট্রপতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | President of India Related Questions and Answers

 1. ভারতের শাসন বাবস্থায় নিয়মতান্ত্রিক শাসক হিসাবে রাষ্ট্রপতির পদটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

উত্তর:- ব্রিটেন থেকে

2. ভারতের শাসন বাবস্থায় কার অনুকরনে ভারতের রাষ্ট্রপতির পদটি সৃস্টি করা হয়েছে?

উত্তর:- ব্রিটেনের রানী


3. ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতির পদটির উল্লেখ আছে?

উত্তর:- পঞ্চম অধ্যায়ে

4. ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?

উত্তর:- একটি নির্বাচক সংস্থা দ্বারা।

5. ভারতের রাষ্ট্রপতির নির্বাচক সংস্থার ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

উত্তর:- মার্কিন যুক্ত রাষ্ট্র

6. রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয়ে থাকে?

উত্তর:- নির্বাচিত MP ও MLA দের নিয়ে।

7. কারা রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থার সদস্য নন?

উত্তর:- মনোনীত MP ও MLA গন


8. রাষ্ট্রপতি নির্বাচনের সময় কার কাছে মনোনয়ন পত্র পেশ করেন?

উত্তর:- লোকসভার সচিবের কাছে

9. রাষ্ট্রপতির মনোনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হয়?

উত্তর:- 50 জন

10. রাষ্ট্রপতির মনোনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হয়?

উত্তর:- 50 জন (যাহাদের দ্বারা প্রস্তাবিত হয় তাহাদের ছাড়া অন্য 50 জন)।

11. ভারতের রাষ্ট্রপতি পদ প্রার্থীকে ন্যূনতম কতবছর বয়স্ক হতে হয়?

উত্তর:- 35 বছর

12. ভারতের রাষ্ট্রপতি পদ প্রার্থীকে কত টাকা জামানত হিসাবে রাখতে হয়?

উত্তর:- 15000 টাকা

13. কত শতাংশ ভোট না পেলে রাষ্ট্রপতি পদ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?

উত্তর:- 1/6 শতাংশ

14. রাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধান করে কোন সংস্থা?

উত্তর:- নির্বাচন কমিশন

15. রাষ্ট্রপতির নির্বাচনে কোন দুটি নীতি মেনে চলা হয়?

উত্তর:- সমানুপাতিক প্রতিনিধিত্ব ও একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি।


16. রাষ্ট্রপতির নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্বের কোন পদ্ধতিটি মেনে চলা হয়?

উত্তর:- হেয়ার পদ্ধতি

17. ভারতের রাষ্ট্রপতির নির্বাচনে ভোটদাতাকে কোন পছন্দ অবশ্যই জানাতে হয়?

উত্তর:- প্রথম পছন্দ

18. ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

উত্তর:- আয়ারল্যান্ড থেকে

19. ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

উত্তর:- মার্কিন যুক্ত রাষ্ট্র

20. ভারতের রাষ্ট্রপতির পদচ্যুতির ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

উত্তর:- মার্কিন যুক্ত রাষ্ট্র

21. রাষ্ট্রপতির সেনাবাহিনীর সর্বাধিনায়কের ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

উত্তর:- মার্কিন যুক্ত রাষ্ট্র

22. ভারতের রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় সদস্য মনোনয়নের ক্ষমতা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

উত্তর:- আয়ারল্যান্ড

23. ভারতের রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে কে?

উত্তর:- সুপ্রীম কোর্ট

24. রাষ্ট্রপতি কত শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়?

উত্তর:- একষষ্ঠাংশ বা 1/6অংশ

25. রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার থাকেন?

উত্তর:- লোকসভা ও রাজ্যসভার মহাসচিব

26. রাষ্ট্রপতির নির্বাচনে প্রত্যেক ভোটদাতার কটি ভোট থাকে?

উত্তর:- যতজন প্রার্থী তত গুলি

27. দ্বিতীয় পছন্দের ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন কে?

উত্তর:- V.V.গিরি (1969-চতুর্থ রাষ্ট্রপতি)


28. প্রথম কে অকংগ্রেসী দলের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন?

উত্তর:- সঞ্জীব রেড্ডি (1977-ষষ্ঠ রাষ্ট্রপতি)

29. কোন রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে প্রথম সুপ্রীমকোর্টে মামলা হয়?

উত্তর:- ভি.ভি.গিরির নির্বাচনকে (1969-চতুর্থ নির্বাচন)

30. কোন রাষ্ট্রপতি পুন:নির্বাচিত/দুবার নির্বাচিত হন?

উত্তর:- রাজেন্দ্রপ্রসাদ (1952,1957)

31. রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নির্বাচন করতে হয়?

উত্তর:- 6 মাসের মধ্যে (62নং ধারা)

32. ভারতে প্রথম রাষ্ট্রপতির নির্বাচন কতসালে হয়?

উত্তর:- 1952 সালের 2রা মে.(পরিচালনা করে নির্বাচন কমিশন)।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post