সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 4th October 2024 Current Affairs in Bengali Quiz | 4th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th October 2024 Current Affairs in Bengali Quiz | 4th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
4th October 2024 Current Affairs in Bengali Quiz | 4th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব প্রাণী দিবস" (World Animal Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উওর:- 4th অক্টোবর
2. সম্প্রতি প্রকাশিত Hurun India Under-35 লিস্ট 2024 -এ স্থান পেলেন কারা?
উত্তর:- Isha Ambani এবং Akash Ambani.
3. সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে?
উত্তর:- এয়ার মার্শাল সুজিত পুষ্পকর ধারকর
4. ন্যাশানাল রাইফেল এসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- কালিকেশ নারায়ণ সিং দেও
5. সম্প্রতি প্রকাশিত "Best Tourism Heritage Villages 2024" -এ সেরা গ্রাম হিসেবে খেতাব অর্জন করেছে কোনটি?
উত্তর:- মণিপুরের আন্দ্রো গ্রাম।
6. সম্প্রতি টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী সাকিব আল হাসান কোন দেশের ক্রিকেটার?
উত্তর:- বাংলাদেশ
7. সম্প্রতি Aeronautical Development Agency -এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
উত্তর:- জিতেন্দ্র জে যাদব।
8. সম্প্রতি সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Dwayne Bravo কোন দেশের ক্রিকেটার?
উত্তর:- ওয়েস্ট ইন্ডিজ
9. সম্প্রতি নিউইয়র্কের 79 তম UN জেনারেল এসেম্বলি সেশনের সম্ভাষণ করলেন?
উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
10. সম্প্রতি ভারতীয় বিমান পরিবহন মন্ত্রকের থেকে অনুমোদন পাওয়া ভারতের নতুন এয়ারলাইন কোনটি?
উত্তর:- Shankh Air.
আরও পড়ুন:- 3rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স