3rd October 2024 Current Affairs in Bengali Quiz | 3rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

3rd October 2024 Current Affairs in Bengali Quiz | 3rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
3rd October 2024 Current Affairs in Bengali Quiz | 3rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 3rd October 2024 Current Affairs in Bengali Quiz | 3rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd October 2024 Current Affairs in Bengali Quiz | 3rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




3rd October 2024 Current Affairs in Bengali Quiz | 3rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি প্রকাশিত "Asia Power Index 2024" -এ ভারতের স্থান কত?

উত্তর:- তৃতীয়

2. সম্প্রতি প্রকাশিত "World Talent Ranking 2024" -এ ভারতের স্থান কত?

উত্তর:- ৫৮


3. সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বের তৃতীয় বৃহত্তম ইথানল উৎপাদক এবং ভোক্তা দেশ কোনটি?

উত্তর:- ভারত

4. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন শহরে Bharatiya Kala Mahotsav -এর প্রথম সংস্করণ উদ্বোধন করেছেন?

উত্তর:- সেকেন্দ্রাবাদ

5. সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন শহরে একটি সৈনিক স্কুলের উদ্বোধন করেছেন?

উত্তর:- জয়পুর

6. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী 'Ek Ped Maa Ke Naam' নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন?

উত্তর:- জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া

7. Dwayne Bravo সম্প্রতি সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, তিনি কোন দেশের ক্রিকেটার?

উত্তর:- ওয়েস্ট ইন্ডিজ


8. সম্প্রতি প্রকাশিত "Khaki Mein Sthitapragya" শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- অনিল রাতুরি

9. সম্প্রতি কোন ব্যাঙ্কের MD এবং CEO পদে নিযুক্ত হলেন KVS Manian?

উত্তর:- Federal Bank.

10. সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হরিণী অমরাসুরিয়া?

উত্তর:- শ্রীলঙ্কা।

আরও পড়ুন:- 2nd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post