সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ক্যালরিমিতির মূলনীতি | Principles of Calorimetry Physics GK . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ক্যালরিমিতির মূলনীতি | Principles of Calorimetry Physics GK।
ক্যালরিমিতির মূলনীতি | Principles of Calorimetry Physics GK
❏ ক্যালরিমিতির মূলনীতি থেকে পাই -
যদি একাধিক বস্তুর মধ্যে তাদের বাহিরের অন্য কোথাও থেকে তাপ এদের ভেতরে না আসে কিংবা এদের ভিতর থেকে কোন তাপ বাহিরে না যায়, তাদের মধ্যে কোন রাসায়নিক বিক্রিয়া না ঘটে, তাহলে শক্তির সংরক্ষণশীলতার সূত্র হতে আমরা পাই, গৃহীত তাপ = বর্জিত তাপ।
অর্থাৎ, ভিন্ন উষ্মতার দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে তাপীয় সাম্যাবস্থায় আসার জন্য তাদের মধ্যে তাপের আদান-প্রদান হয়। উষ্ম বস্তুটি তাপ বর্জন করতে থাকে এবং শীতল বস্তুটি তাপ গ্রহণ করতে থাকে। তাপের এই গ্রহণ ও বর্জন চলতে থাকবে যতক্ষণ না উভয়ের উষ্মতা সমান হয়।
যদি মনে করা যায় যে, গ্রহণ ও বর্জনের সময় কোনো তাপ নষ্ট হয়নি, তবে উষ্ম বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে শীতল বস্তু ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করে। শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ = উষ্ম বস্তু কর্তৃক বর্জিত তাপ। অর্থাৎ, উষ্ম বস্তু কর্তৃক বর্জিত তাপ = ক্যালোরিমিতির মূলনীতি। এই শর্ত দুই বা তার বেশি বস্তু পরস্পরের সংস্পর্শে এলেও তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
❏ সতর্কতা:-
(i) তাপের গ্রহণ বা বর্জনের সময় যাতে কোনো তাপ নষ্ট না হয় বা বাইরে থেকে কোনো তাপ ভিতরে প্রবেশ না করে।
(ii) বস্তুদ্বয়ের মধ্যে কোনোরূপ রাসায়নিক বিক্রিয়া হবে না কিংবা একটি অন্যটির মধ্যে দ্রবীভূত না হয়। কারণ প্রত্যেক রাসায়নিক ক্রিয়াতে অথবা দ্রবণে কিছু তাপ পরিত্যক্ত বা শোষিত হয় যা ক্যালোরিমিতির হিসাবে ধরা যাবে না।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF