অভিব্যক্তি সংক্রান্ত বিজ্ঞানী ল্যামার্কের তত্ত্ব | Scientist Lamarck Theory of Expression

অভিব্যক্তি সংক্রান্ত বিজ্ঞানী ল্যামার্কের তত্ত্ব | Scientist Lamarck Theory of Expression
অভিব্যক্তি সংক্রান্ত বিজ্ঞানী ল্যামার্কের তত্ত্ব | Scientist Lamarck Theory of Expression

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি অভিব্যক্তি সংক্রান্ত বিজ্ঞানী ল্যামার্কের তত্ত্ব | Scientist Lamarck Theory of Expression . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে অভিব্যক্তি সংক্রান্ত বিজ্ঞানী ল্যামার্কের তত্ত্ব | Scientist Lamarck Theory of Expression।




অভিব্যক্তি সংক্রান্ত বিজ্ঞানী ল্যামার্কের তত্ত্ব | Scientist Lamarck Theory of Expression

❏ ল্যামার্কের তত্ত্ব (Theory of Lamarck):- 

ল্যামার্ক সর্বপ্রথম অভিব্যক্তির ওপর বিশ্লেষণী তত্ত্ব প্রতিষ্ঠিত করেছিলেন এবং বিষয়টি 1809 খ্রিস্টাব্দে তাঁর লেখা ‘ফিলোসফিক জুওলজিক’ নামে একটি বইতে লিপিবদ্ধ হয়। ল্যামার্কের তত্ত্বকে ল্যামাকিজম বা ল্যামাকবাদ বলে। কয়েকটি প্রধান প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে ল্যামার্কবাদ গঠিত হয়েছে। অভিব্যক্তি সম্পর্কে ল্যামার্কের মতবাদের প্রতিপাদ্য বিষয়গুলো নীচে আলোচনা করা হল:-


■ [1] ব্যবহার ও অব্যবহারের সূত্র (Law of use and Disuse):- ল্যামার্কের মতে, জীবের প্রয়োজনে জীবদেহে কোনও নতুন অঙ্গের উৎপত্তি অথবা কোনও পুরানো অঙ্গের অবলুপ্তি ঘটতে পারে। তাঁর মতে, যদি কোনও জীবের কোনও অঙ্গ ধারাবাহিকভাবে ক্রমাগত ব্যবহৃত হয়, তবে সেই অঙ্গ পরিবেশের প্রয়োজনীয়তার জন্য ধীরে ধীরে সবল ও সুগঠিত হয়ে উঠবে।


অন্যদিকে, জীবের কোনও অঙ্গ পরিবেশের পক্ষে অপ্রয়োজনীয় হলে ওই অঙ্গের আর ব্যবহার থাকে না — সুতরাং ক্রমাগত অব্যবহারের ফলে অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হবে এবং অবলুপ্তির পথে চলে যাবে।

ল্যামার্কের মতে অঙ্গের ব্যবহার ও অব্যবহার জীবদেহে পরিবর্তন সূচিত করে, যা জীবের বংশপরম্পরায় অর্জিত বৈশিষ্ট্য।


■ [2] পরিবেশের প্রভাব এবং জীবের সচেষ্টতা (Effects of environment and effort of organisms):- সদা পরিবর্তনশীল পরিবেশে জীব নিজেকে উপযুক্তরূপে মানিয়ে নেওয়ার জন্য সব সময় চেষ্টা করে। এটি জীবের একটি সহজাত প্রবৃত্তি। স্বাভাবিকভাবে পরিবর্তনশীল পরিবেশে নিজেকে অভিযোজিত করতে জীবদেহে নানারকম পরিবর্তন ঘটে। ল্যামার্কের মতে, জীব সজ্ঞানে, নিজের চেষ্টায় বিশেষ কোনও অঙ্গের বৃদ্ধি অথবা ক্ষয় করে বিবর্তনের ধারা পরিবর্তন করতে পারে। এটাও একটি জীবের অর্জিত বৈশিষ্ট্য।


■ [3] অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ (Inheritance of acquired characteris):- ল্যামার্কের মতে, কোনও জীবের জীবনকালে যে সমস্ত বৈশিষ্ট্য অর্জিত হয়, সেই সমস্ত বৈশিষ্ট্য এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয়, অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে।

[4] নতুন প্রজাতির উৎপত্তি (Origin of new species):- ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের জন্য এবং প্রতিটি জনুতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ায় ধীরে ধীরে একটি প্রজাতি থেকে অপর একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়।


❏ ল্যামার্কের মতবাদের স্বপক্ষে উদাহরণ (Examples in favour of Lamarckism):-

● 1. ক্রমাগত জলে সাঁতার কাটার ফলে জলজ পাখির পা, পায়ের আঙুলের অন্তর্বর্তী স্থানগুলো পাতলা চামড়া দ্বারা সংযুক্ত হয়ে লিপ্তপদে পরিণত হয়েছে।

● 2. সাপের পূর্বপুরুষদের গিরগিটির মত চারটে পা ছিল, কিন্তু ভূগর্ভ অভিযোজনের জন্য পায়ের ক্রমাগত অব্যবহারের ফলে বর্তমানে ঐ বৈশিষ্ট্যটি সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে।


● 3. উটপাখির পূর্বপুরুষদের সক্রিয় ডানা ছিল এবং তারা আকাশে উড়তে পারত, কিন্তু বংশানুক্রমে ডানার ব্যবহার না থাকায় সেটি এখন লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়ে গেছে।

● 4. ল্যামার্কের মতে জিরাফের সুদীর্ঘ গ্রীবা, খুব উঁচু গাছ থেকে পাতা সংগ্রহের জন্য, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলেই ঘটেছে।


❏ ল্যামার্কের মতবাদের বিপক্ষে পরীক্ষা (Experiments against Lamarckism):-

● 1. বিজ্ঞানী ভাইম্যান (Weismann) ল্যামার্কের মতবাদকে তার ইঁদুরের ওপর পরীক্ষার ভিত্তিতে নাকচ করে দেন। তিনি একজোড়া ইঁদুর দম্পতির লেজ কেটে দেন। তাদের সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে সন্তানগুলিরও লেজ তিনি কেটে দেন। এইভাবে 35 জনু (Generation) ধরে ইঁদুরের লেজ কাটা সত্ত্বেও তিনি একটিও লেজবিহীন ইঁদুর জন্মাতে দেখেন নি এই কারণেই তিনি ল্যামার্কের তত্ত্বকে অস্বীকার করেন।


● 2. ড্রসোফিলা (Drosophila) মাছিকে পরপর 60 জনু ধরে সম্পূর্ণ অন্ধকার ঘরে জনন কার্য পরিচালনা করা সত্ত্বেও তাদের কেউই দৃষ্টিশক্তিহীন হয়ে জন্মগ্রহণ করেনি।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post